নিঃশ্বাসে যার বারুদের গন্ধ তাকে বিশ্বাস করলে দ্বগ্ধ হবেই। মাসুদ রানা
হে প্রিয়তমা,
তুমি যখন তোমার ওড়না সরিয়ে বক্ষ উন্মুক্ত করে হাঁটো,
কষ্টে তখন বুকের ভিতরটা হাহাকার করে উঠে বারবার,
ডানাভাঙ্গা পাখির মতন, ছুঁতে না পারার বেদনায়।
আমি জানি, তুমিও জানো সেখানে একটু ছুঁয়ে দিলে,
তুমি কতটা আন্দলিত হবে।
তবে কেন এই কৃপণতা আমার প্রতি ?
তবে কি আমি ভাববো পুরুষ ফুলের চক্ষে ,
বারবার অবস্হান করার নষ্টাল-জিয়ায় তুমি নিমজ্জিত।
যদি তাই হয়,তবে শুনে যাও আর নিয়ে যাও
বিশ্বের সর্বনিকৃষ্ট ঘৃণা আমার থেকে।
আর যদি তা না হয়, তবে ফাগুনের প্রথম দিনের ভালবাসা,
শুধু তোমার জন্য।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।