...
আকাশ হতে নামল তারা
তারার আলোয় হাসছে ধরা
জগৎ জুড়ে সব অনাচার
দাদাদের সব ভুল বিচার
দূর হয়ে যাক, মিলিয়ে যাক
তারার আলোই প্রকাশ পাক।
ধরাটাকে সরা করো
রক্তের উপর স্বর্গ গড়ো
কালো ধলো ধনী গরিব
ভাগ্যবান কী বদনসীব
ধর্ম কিবা অধর্মকে
বিভেদেরই মাপকাঠি
ভাবি তোদের কানে ধরে
দিয়ে দেই দু'চার চাটি
তারার আলোয় হোক লীন
পশ্চাদপদতার এই দিন
আসুক কাল নতুন রবি
নিয়ে নতুন দিনের ছবি।
'তারে জমীন পর' দেখছিলাম পুনর্বার, আর ভাবছিলাম আমরা সাধারণ যারা সব অনাসৃষ্টি ভালোবাসি তাদের চেয়ে ঐ তারারাই ভালো। যে লিওনার্দো দ্য ভিঞ্চি, আইনস্টাইন, আগাথাকৃষ্টি, পাবলো পিকাসো নামের তারারা আমাদের মতো সাধারণদের চেয়ে প্রথম জীবনে কিছুটা অনুজ্জ্বল ছিল। পরে তাঁরাই তাদের তারকোজ্জ্বল রৌশনিতে দুনিয়া রাঙিয়েছেন। আজ পাই দিবস এবং আইনস্ট্যান এর জন্মদিন উপলক্ষ্যে এই উন-ছড়া নিবেদন করলাম সেই তারাদের উদ্দেশ্যে। আর অন্ত:স্থল থেকে ঘৃণা সব অশান্তিকামী, ধ্বংসকামীদের প্রতি।
সবাইকে শুভেচ্ছা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।