আমাদের কথা খুঁজে নিন

   

কেন চলে গেলে দূরে - শ্রাবন্তী আলি এবং অর্নব

ভাবতেসি!
(হলফ করে বলতে পারি এতো সুন্দর বাংলা গান খুব কমই শুনেছেন) কেন চলে গেলে দূরে, ভাসায়ে মোরে সুরে কেন ফিরে এলে আবার, বাড়াতে দুখের ভার… বেদনার এ রংধনু চেয়েছিলো মোর অন্তর দুখে সুখে ঘর বাধিনু-বাধিনু হৃদয় প্রান্তর আজ এ ঝড় এসে, বাঁধন গেছে টুটে অসীমতায় দুঃখ আজ অনন্ত পারাপার কেন চলে গেলে দূরে, ভাসায়ে মোরে সুরে কেন ফিরে এলে আবার, বাড়াতে দুখের ভার… - শ্রাবন্তী আলি এবং অর্নব (ডাউনলোড ; ই-স্নিপস থেকে) অল্টারনেটিভ লিঙ্ক (ভাঙ্গা পেন্সিলের সৌজন্যে) (“জাগো” সিনেমার গান)
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।