জীবন বুনে স্বপ্ন বানাই মানবজমিনে অনেক চাষ চাই
এনটিভি আর টিভি আগুনে পোড়ার সময় বলা হয়েছিল কথাটা। উচুতল ভবনে আগুন নেভানোর জন্য দমকল বাহিনীর বিশেষ ধরনের হেলিকপ্টার দরকার। সেই হেলিকপ্টার আজও যে আসেনি তার প্রমাণ বসুন্ধরা সিটিতে আগুন লাগার পর বোঝা গেল।
এখনও আগুনের কাছাকাছি পৌঁছতে পারল না দমকল বাহিনীর লোকজন। বসুন্ধরা সিটি পুড়ছে।
হয়তো অনেক পুড়বে। হেলিকপ্টার নিয়ে কথা উঠবে। সবাই বলবে হেলিকপ্টার দরকার। পত্রিকায়, টিভিতে , ওয়েবে ও ব্লগে আওয়াজ উঠবে হেলিকপ্টার আনা হোক। টক শোতে জ্ঞানীগুণী লোকজন ভালোচনা করবেন।
এবং অবশেষে বিষয়টি ধামাচাপা পড়ে যাবে মাসখানেকের মধ্যে। কোন কারণ ছাড়াই বিষয়টি আমরা বিষয়টি ভুলে যাব।
আবারও ভবিষ্যতে কোন ভবনে আগুন লাগলে আবারও আলোচনার বিষয় হবে হেলিকপ্টার। কেবল আলোচনা। কেবল কথার তুবড়ি।
কাজের কাজ কিছুই হবে না।
খোদা না করুক কোনদিন যদি এই সব কুম্ভকর্ণ দায়িত্বপ্রাপ্তদের ভবনেই আগুন লাগে ! তখনও কি আমরা কেবল এই আলোচনাই করতে থাকব ?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।