অক্ষিকোটরের শূন্যতা,
উপহাস করে ভালোবাসা মাখা দৃষ্টিকে;
মাটি আঁকড়ে থাকা হাত,
মায়ের পরশ- শেষ ছোঁয়াটুকু বুঝি!
দুমড়ানো পায়ে,
আক্ষেপের শেষ ক্রোধটুকু, রগ টান টান।
রিগার মর্টিসের চিহ্ন ছাঁপিয়ে,
দৃপ্ত কাঠামো- নির্ভিকের অবয়ব।
নত মস্তকে সহযোদ্ধারা,
উর্দির পানে- চেয়ে থাকে অসহায়।
পতাকা ওড়াতে প্রয়োজন জানি
মৃত সৈনিকের লাশ!
তবুও কিছু দৃষ্টি আছড়ে পড়ে,
তার মুখপানে;
যেখানে সে ছিল পিতা, কারো স্বামী, কারো সন্তান;
নিছক এক ব্লাডি সিভিলিয়ান; হয়তোবা।
(কাপুরুষোচিত নির্মমতায় নিহত সকল সেনার স্মৃতির উদ্দেশ্যে)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।