আমাদের কথা খুঁজে নিন

   

কোন কথা শুনতে চাই না ! রাজাকারদের ফাসী চাই !

আমি উন্মাদ, আমি উন্মাদ !! আমি চিনেছি আমারে, আজিকে আমার খুলিয়া গিয়াছে সব বাঁধ প্রশ্ন এসেছে, আন্দোলনের পেছনে রাজনৈতিক পরিকল্পণা আছে কি ? যৌক্তিক প্রশ্ন। তবে আমার মতে পরিকল্পণা যাই থাকুক না কেন। এই আন্দোলন সারা দেশের সাধারণ জনগণের। সবাই রাজাকারদের ফাঁসি চায়, দেশকে কলঙ্কমুক্ত করতে চায়। রাজনীতি যেভাবে ইচ্ছা চলুক, যা ইচ্ছা ভাবুক, দাবী একটাই ! ফাঁসি ! ফাঁসি ! ফাঁসি চাই ! আন্দোলনে নাস্তিকদের অংশগ্রহন নিয়ে প্রশ্ন এসেছে ? ব্যক্তিগতভাবে নাস্তিকতাবাদের তীব্র বিরোধিতা করি সত্য কিন্তু দেশের স্বার্থ রক্ষার সাথে আস্তিকতা কিংবা নাস্তিকতার কোন সম্পর্ক আছে বলে মনে করি না।

আন্দোলনে সব ধর্মের মানুষ যেমন আছে তেমনই নাস্তিকেরাও আছে। দেশটাতো সবার ! সবার দাবী একটাই, ফাঁসি ! ফাঁসি ! ফাঁসি চাই ! কেউ কেউ আবার এক কাঠি সরেস ! দাবী করে বসেছে এই আন্দোলন ইসলাম বিরোধী। তারা ভেবেও দেখছে না, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সারা দেশের মানুষ আজ এক কাতারে দাঁড়িয়েছে। ন্যায় বিচার চাওয়ার জন্য আন্দোলন কিভাবে ইসলাম বিরোধী হয় ? ধর্মান্ধ না হয়ে ইসলামিক দৃষ্টিকোণ থেকে দেখলে বুঝতে পারতেন, রাজাকাররা যে অপরাধ করেছে তাতে তাদের পাথর নিক্ষেপ করে হত্যা অনেক আগেই বৈধ হয়ে গেছে। এই দেশের আইন ব্যবস্থা ইসলামী শরিয়াহ অনুসারে নয় বলে কি রাজাকাররা মুক্তি পেয়ে যাবে ? নাকি তাদের আমরা, সাধারণ জনগণ ছেড়ে দিব ? কখনোই না।

আমরা জানি, রাজারাররা এদেশের শত্রু। আর বাংলার মাটিতে দেশের শত্রুদের কোন ঠাই নাই। ৪০ বছর আগেই তাদের অপকর্মের ফয়সালা না করার সিধান্ত যে কত বড় ভুল ছিল তা আমরা আজকের জামাত-শিবিরের চেহারা দেখে বুঝতে পারছি। আমরা সেই ভুল আবারো করতে চাই না ! আমরা আর কোন রাজাকারের হাসিমুখে 'ভি' সাইন দেখতে চাই না ! আমরা তাদের ফাঁসি চাই ! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।