আমাদের কথা খুঁজে নিন

   

জাল ভিসা, সার্টিফিকেট সহ ধরাশায়ী..

আমি তোমার মনের ভেতর একবার ঘুরে আসতে চাই, আমায় কতটা ভালবাসো সেই কথাটা জানতে চাই..
সকালে খালা ফোন করে বললো তাদের চারতলায় ভাড়াটিয়ার বাসায় RAB রেইড দিয়েছে, তাদের কম্পিউটার সীজ করেছে, এদিকে খালু বাসায় নেই। আমি যেন একটু যাই... প্রথমে ভেবেছি ভাড়াটিয়ার ছেলে বোধহয় ইমেইলে কাউকে থ্রেট করেছে তাই RAB ধরতে এসেছে। তাড়াতাড়ি এসে খালা'কে নিয়ে ঢুকলাম ভাড়াটিয়ার ফ্লাটে। দেখি, ঘটনা ভিন্ন। একজন মেজর ভদ্রভাবে তাঁর পরিচয় দিয়ে বললো: তাঁর নেতৃত্বে এই অপারেশন হচ্ছে।

তাঁদের ১৫ জনের মতো সশস্ত্র ফোর্স বাসার সবকিছু তন্ন-তন্ন করে খুঁজছে... আর বের হচ্ছে ভূয়া আমিরাতের জব ভিসা, ভিসা বানানোর বিভিন্ন সরন্জাম। বিভিন্ন বোর্ডের সার্টিফিকেট, ছবিতে দেখুন সিগনেচ্যার পর্যন্ত সব রেডি আছে শুধু মার্কশীটে নাম, নাম্বারটা বসানো বাকি.. বিভিন্ন দেশের কারেন্সি, এগুলো রিয়েল। স্ক্যান করে দামী প্রিন্টার দিয়ে নকল ডলার, ইউরো, রিয়াল প্রয়োজন মতো তৈরি করতো... উদ্ধারকৃত পাসপোর্ট, জাল ভিসা, নকল সিল লাগানোর যন্ত্রপাতি, রং, বিভিন্ন বোর্ডের সার্টিফিকেট। এস.এস.সি থেকে শুরু করে এইস.এস.সি, ডিগ্রী, জাতীয় বিশ্ববিদ্যালয়, বি.বি.এ, এম.বি.এ, মেডিকেল, ড্রাইভিং সার্টিফিকেট ইত্যাদির অসংখ জাল ডকুম্যান্টস। আমি আবাক হয়ে গেছি তার কম্পিউটারের বিভিন্ন সফটকপি দেখে।

পিসি'তে বাংলাদেশের সব নাম করা স্কুল, কলেজ, ভার্সিটির মনোগ্রাম, লগো ব্যাবহার করে কি সূনিপুন কাজ করা সব সার্টিফিকেট। খোদ বোর্ড চেয়ারম্যানও ধরতে পারবে না এইসব রিয়েল নাকি ফেইক। যতক্ষন পর্যন্ত ঐ সার্টিফিকেট, রোল নাম্বার, রেজিস্ট্রশান নাম্বার মূল কাগজের সাথে মিলিয়ে দেখা না হবে কারো বুঝার উপায় নাই। ইউরোপের জাল ভিসাও দেখলাম। আমিও ইলাস্ট্রেটর, ফটোশপের কাজ পারি কিন্তু তার নিখুত কাজ দেখে গুরু ডাকতে ইচ্ছা করলো... এইগুলো হলো শিক্ষার অপ-ব্যাবহার।

চোখের সামনে এমন ঘটনা না দেখলে বিশ্বাস করতামনা। RAB খবর দিয়ে এন টিভি, ইসলামিক টিভি, চ্যানেল ওয়ান, বৈশাখী টিভি, দিগন্ত টিভি, বাংলা ভিশন, এটিএন সহ প্রায় সবগুলো টিভি চ্যানেল এবং নিউজ পেপারের সাংবাদিক স্পটে ডেকে এই ঘটনা প্রকাশ করেছে। এই ছবিগুলো আমার তোলা। নিউজপেপারেও এরকম ছবি কাল আসবে। আর মিডিয়া কর্মীরা আজকের টিভি নিউজে এই ঘটনা প্রকাশ করবে বলেছে।

অপরাধী জিল্লুর রহমান ওরফে ছালাম । বাড়ী: বরিশাল, বউ আর ছেলে তার এই অপকর্মের সাহায্যকারী। তাদেরকে RAB ধরে নিয়ে গেছে। মূল আসামী জিল্লুর পলাতক। আমার খালু'কে ব্যাবসায়ী পরিচয় দিয়ে সে ঘর ভাড়া নিয়েছে ৬ বৎসর আগে।

আমাকে এই ঘটনার সাক্ষী করেছে RAB. কারন আমার সামনেই সবকিছু বের করেছে এবং সীজ করে নিয়ে গেছে। কোর্টে গিয়ে নাকি সাক্ষী দিতে হবে। জীবনে কখনো কোর্টের এজলাসে যাইনি। এবার মনে হয় যেতে হবে।
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।