যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে
যারা মারা গেছে তাদের মধ্যে যার লাশটি শনাক্ত করতে সবচেয়ে বেশী কষ্ট হয়েছে তিনি হলেন গুলজার। তাকে মেরে পোড়ানো হয়েছিল। এই গুলজার ভাই বাংলা ভাইকে ধরার প্রধান ব্যক্তি। এইটা একটা বিচ্ছিন্ন ঘটনা - কারণ জেএমবিকে ধরার জন্য আসলে আর্মীর কোন ক্রেডিট নাই - জেএমবিকে ধরেছে জনগন ও সরকার মিলিতভাবেই। সেজন্য আর্মীর কিছু লোককে মেরে ফেলার মত সুসংগঠিতভাবে বিডিআরকে দলে ভেড়ানোর মত মাথার ঘিলু যদি জেএমবির থাকতো - তবে তো হইতোই।
কিন্তু জেএমবিকেই যেমন বলা হয় "জেএমবি" ফেনামেনা তৈরীর একটা টুল, যার ফলে "জেএমবি" নামক একটা আতংক মুর্তমান থাকবে আম্রিকান সাইক্লোজিকাল ওয়ারফেয়ারে, সেইটা যদি হয় তবে তথাকথিত এই জেএমবি শত্রু বটে, এবং তারা সক্ষমও বটে এমন হত্যাযজ্ঞ সংগঠনে। মনে রাখতে হবে বাংলাভাই জীবন দিয়েছেন এবং যাদের হাতে জীবন দিয়েছেন তারাও নিহত..দ্যা চেইন লিডস টু দ্যা চেইন অব রিএ্যাকশন আর যার মধ্যে থেকে জনগণের সত্য অন্বেষনের একটা ইটারন্যাল চেইন তৈরী হয়ে যায়। জেএমবি তখন প্রতিনিধিত্ব করে না ধর্মবাদী জঙ্গী একটা তৎপরতাকে, বরং সেটা সম্ভব রিভার্স খেলুড়ে শক্তিমানের রক্ষাকবচ ও যুদ্ধনকশার গুটিকে প্রতিনিধিত্ব করার।
খুঁজে দেখা দরকার যারা মারা গেছে তাদের ভিন্ন কোন যুথবদ্ধতা ছিল কিনা। মানে যে যুথবদ্ধতার কথা বলতেছি তা পরিষ্কার করার জন্য নির্দোষ কিছু উদাহারণ দেই।
যদি এমন হয় বেশীরভাগের একই জায়গায় বাড়ী অথবা একই জেলার অধিবাসী, অথবা তাদের ছেলেমেয়েরা একই স্কুলে পড়ে অথবা তাদের সবার ইংরেজী সিনেমা পছন্দ অথবা তাদের সবারই রবীন্দ্রসংগীত পছন্দ, ইত্যাদি এমন। এইসব বিষয়গুলার মধ্যে ঘাতকের সন্ধান পাওয়া যাইতে পারে।
আওয়ামী লীগ জেএমবি খুঁজবে সোজা কথা। কারণ জেএমবি এমন কাজ করবে বলে জেএমবির সৃষ্টিকর্তার জিব্রাইল তাদের ঘরেই থাকবে। যেমন আছে বিএনপির (হ)ড়(র) খোজার মাঝেও, জিব্রাইলরা সেখানেও উপস্থিত।
দুই পক্ষ কেমনে একে অপরের শত্রু হয় তাই বুঝতেছি না...
মরছে তো আমাদের দেশ রক্ষার সৈনিকেরা! নিজেদের মৃত্যুর ষড়যন্ত্র তারা করতে পারে না...বঙ্গবন্ধু এদেশের মানুষের ষড়যন্ত্রে নিহত হয় নাই, জিয়া হত্যার প্রধান মদদদাতাও বাঙালী নয়...কেন এই দুইটা দল তারপরেও বৈদেশিক ষড়যন্ত্রকারীরূপী সৃষ্টিকর্তাদের জিব্রাইল হয়?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।