জীবনটা যেন এক বর্ণীল প্রজাপতি
গান শোনার আলাদা একটা মজা আছে। গানই আমার প্রাণ! আমার লাইফ। আমার প্রেম। আমার কাজের উৎসাহ। আমার মন খারাপের ওষূধ।
আমার খুশির প্রবাহ। সব। সব কিছু।
কাজে ব্যস্ত থাকলেও হেড ফোন লাগিয়ে আমি গান শুনতে শুনতে পিসিতে কাজ করি।
পড়াশুনা থাকলে একটু কম শোনা হয়।
বাংলা, ইংলিশ, হিন্দি, আরবী সব ধরনের গানই ভাল লাগে। তবে, এটা ডিপেন্ড করে আমার মুডের ওপর!
আমার মুড খারাপ থাকলেও আমি মাঝে মাঝে জোরে সাউন্ড দিয়ে ঝাকানাকা গান শুনি। আবার মন চরম ভাল থাকলেও।
আসলে, যে গান শুনতে পছন্দ করে, সেই বুঝবে এটা, কেমন ফিলিংস হয়। যে জানে সেই জানে!
হাহাহা!!
গান গাই আমার মনরে বুঝাই
মন থাকে পাগল পারা
আর কিছু চাইনা মনে
গান ছাড়া।
।
গানে বন্ধুরে ডাকি
গানে প্রেমের ছবি আঁকি
পাবো বলে আশা রাখি
না পাইলে যাব মারা। ।
গান আমার যপমালা
গান খোলে প্রেমের তালা
প্রাণ বন্ধু চিকন কালা
অন্তরে দেয় ইশারা। ।
ভাবে করিম দ্বীনহীন
আসবে কি আর শুভ দিন
জল ছাড়া কি বাঁচিবে মীন
ডুবলে কি ভাসে মরা। ।
( হাবীব ওয়াহিদ এর ......গানের এ্যালবাম......"কৃষ্ণ")
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।