আমাদের কথা খুঁজে নিন

   

Bdspot.com- প্রথম বাংলাদেশী সোস্যাল নেটওয়ার্ক র্পোটাল



জাহাঙ্গীর আলম আকাশ প্রযুক্তির এই যুগে আত্বীয় বন্ধু বান্ধবদের সাথে যোগাযোগের জন্য মোবাইল ফোন, ই-মেইল ছাড়াও রয়েছে বেশকিছু সোস্যাল নেটওয়ার্ক র্পোটাল, যার মাধ্যমে ঘরে বসেই দূরের আত্বীয় পরিজনদের সাথে হয়ে যাচ্ছে সুখ দুঃখের ভাগাভাগি, সেই সাথে হয়ে যাচ্ছে বন্ধুদের সাথে আড্ডা। সোস্যাল নেটওয়ার্ক র্পোটাল, সোস্যাল কমিউনিটি র্পোটাল থেকে কিছুটা আলাদা। বাংলাদেশে বেশ কয়েকটি কমিউনিটি র্পোটাল থাকলেও পরিপূর্ণ সোস্যাল নেটওয়ার্ক র্পোটালের বৈশিষ্ঠ নিয়ে এই পর্যন্ত কোন র্পোটাল তৈরি হয়নি। সোস্যাল নেটওর্য়াক আর কমিউনিটি র্পোটাল এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য পার্থক্য হচ্ছে প্রাইভেসি। কমিউনিটি র্পোটাল গুলোতে সেই রকম প্রাইভেসি থাকেনা যে রকম সোস্যাল নেটওয়ার্ক পোর্টল গুলোতে থাকে।

প্রাইভেসি বলতে বুঝায় নিজেকে অপরিচিত কোন স্থানে উপস্থাপন না করা। একটু খেয়াল করলে দেখা যাবে যে কোন কমিউনিটি র্পোটালে নতুন একাউন্ট খুললে নতুন সদস্য হিসেবে সবার সামনে উপস্থাপন করা আবার বন্ধুর সংখ্যা বেশী হলে পপুলার সদস্য হিসাবে এবং পোর্টালটিতে ভিজিট করলে লাষ্ট ভিজিটর হিসাবে দেখাবে। আর এই ধরনের তথ্য যদি কোন অপরিচিত মানুষের কাছে উপস্থান করা হয়, তখনতো প্রাইভেসি হুমকির মুখে থাকবেই। এই ধরনের প্রাইভেসির কারনেই সোস্যাল নেটওয়ার্ক র্পোটাল গুলো হয়ে উঠেছে বেশ জনপ্রিয়। সোস্যাল নেটওর্য়াক এর বৈশিষ্ট, ই-কর্মাস এর ফাংশনালিটি এবং আরো অনেক প্রয়োজনীয় প্রোগ্রাম নিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশের প্রথম সোস্যাল নেটওয়ার্ক র্পোটাল bdspot.com. bdspot.com এর মজার মজার প্রোগ্রাম গুলো সংক্ষেপে উপস্থাপন করা হলোঃ SMS Spot: bdspot.com এর SMS স্পট থেকে SMS পাঠানো যাবে বাংলাদেশের যেকোন নেটওয়ার্কের মোবাইল ফোনে।

SMS পাঠাতে র্অথের প্রয়োজন হবে যা আয় করা যাবে bdspot.com থেকেই। Taka : bdspot.com এমনই একটি সোস্যাল নেটওয়ার্ক পোর্টাল যেখানে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে আয় করা যায় bdspot Taka যেমন বন্ধু আমন্ত্রন করলে, গ্রুপ তৈরি করলে, ছবি আপলোড করলে, ইভেন্ট তৈরি করলে, বন্ধুদের প্রোফাইলে মন্তুব্য করলে এমকি ব্লগ লিখেও আয় করা যাবে bdspot টাকা। এই টাকা খরচ করা যাবে বিভিন্ন ভাবে। মজার ব্যপার হচ্ছে এই টাকা বন্ধুদের একাউন্টেও ট্রান্সফার করা যাবে। Inviter Spot: bdspot এ বন্ধুদের আমন্ত্রন যানাতে Inviter Spot ব্যবহার করা যাবে।

Inviter Spot এর মাধ্যমে Yahoo, gmail এর বন্ধুদের একসাথে আমন্ত্রন পাঠানো যাবে। এর মাধ্যমে বন্ধু আমন্ত্রন করেও আয় করা যাবে bdspot Taka। Blood Donor: ইমারজেন্সি রক্তের প্রয়োজনে সঠিক তথ্যসহ স্বেচ্ছায় রক্ত দাতা খুঁজতে ব্যবহার করুন Blood Bank অপশন। আর Blood Donor দের জন্যে রয়েছে Blood Donor অপশন। Shop Spot: bdspot.com এর এই মেনুতে রয়েছে বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী যা বাস্তবে কেনা যাবে bdspost Taka দিয়ে।

ক্রয়কৃত পণ্যটি কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেয়া হবে কাঙ্খিত ঠিকানায় ( শুধু মাত্র ঢাকায় ) । Games Spot: bdspot.com এ রয়েছে মজার মজার গেমস্ যা অনলাইনে বসেই খেলা যাবে। কিছু দিনের মধ্য সদস্যদের মধ্য গেমস্ কমপিটিশন এর ব্যবস্থা করবে bdspost। Map: bdspot.com এর উল্লেখযোগ্য একটি ফাংশনালিটি হচ্ছে মেপ। গুগল মেপের মাধ্যমে সেটেলাইট দিয়ে জেনে নেওয়া যাবে নিজের অবস্থান।

মাত্র ২০০ ফুট উপর থেকে দেখা যাবে বাড়ির ছাদ। সেই সাথে জানা যাবে বন্ধু-বান্ধবদের অবস্থান। Groups: পছন্দের বিষয় নিয়ে তৈরি করা যাবে গ্রুপস্ যা শেয়ার করা যাবে বন্ধুদের সাথে। ডিসকাশন মেনুর মাধ্যমে গ্রুপ সমন্ধেও আলোচনা করা যাবে। Music Express: bdspot.com এর এই মেনুর মাধ্যমে আপলোড করা যাবে পছন্দের গান যা শুনা যাবে এ সাইট এর মাধ্যমে।

এমনকি বন্ধুরাও গান গুলো শুনতে এবং ডাউনলোড করতে পারবে bdspot.com থেকেই। মজার ব্যপার হচ্ছে প্রোফাইল বেকগ্রাইন্ড মিউজিক হিসেবে ব্যবহার করা যাবে পছন্দের গান। Vote: পছন্দ অপছন্দের বিষয় সম্পর্কে বন্ধুদের মতামত জানতে ব্যবহার করা যাবে ভোট মেনুটি। Education: স্কুল, কলেজ, ইউনির্ভাসিটির তথ্য সংরণ করতে এই মেনুটি ব্যবহার করা যাবে। সেই সাথে খুঁজে বের করা যাবে আপনার স্কুল, কলেজ , ইউনির্ভাসিটির বন্ধুদের।

Jobs: কোন জব এর সার্কুলার সম্পর্কে বন্ধুদের জানাতে এই অপশনটি ব্যবহার করা যাবে। Event: ইভেন্টের মাধ্যমে যে কোন অনুষ্ঠান বা পার্টিতে অংশগ্রহণ করার জন্য বন্ধুদের আমন্ত্রণ পাঠানো যাবে। এছাড়া ইভেন্টের লোকেশন দেখা যাবে গুগল মেপের মাধ্যমে। Blog: প্রতিদিনের কথা বা নলেজ শেয়ার করার জন্য ব্যবহার করা যাবে bdspot.com এর ব্লগ মেনু। ব্লগটিতে বন্ধুরাও তাদের মতামত দিতে পারবেন।

Gift: যে কোন বিশেষ দিনে আপনার প্রিয়জনকে উপহার পাঠান bdspot.com থেকে। Photos: স্মরণীয় মূহুর্ত গুলো বন্ধুদের সাথে শেয়ার করতে আপলোড করে রাখা যাবে সেই মূহুর্ত গুলোর ছবি। প্রাইভেসির কারণে বন্ধুরা ছাড়া অন্য কেউ ছবি গুলো দেখতে পারবেনা। এছাড়া বন্ধুদের ছবিতে ইচ্ছামত ট্যাগও করা যাবে। Classified Listing: পণ্য ক্রয় ও বিক্রয়ের জন্যে ফ্রি বিজ্ঞাপন দিতে ব্যবহার করা যাবে এই অপশনটি।

Chat: bdspot.com এ দুই ধরনের চেট অপশন আছে। একটির মাধ্যমে বন্ধুদের সাথে পারসোনাল চ্যাট করা যাবে আর অন্যটি দিয়ে করা যাবে গ্র“প চ্যাট। Friends Search: bdspot.com এ অবস্থানরত বন্ধুদের খুজে বের করার জন্য তার নাম দিয়ে সার্চ দিলেই খুজে পাওয়া যাবে কাঙ্খিত বন্ধুদেরকে। দেশী সোস্যাল নেটওয়ার্ক পোর্টাল হিসেবে দিন দিন বেড়ে চলেছে bdspot.com এর জনপ্রিয়তা। ফেস বুক ও অন্যান্য সোস্যাল নেটওয়ার্ক গুলোতে সদস্যদের ব্যক্তিগত সুযোগ সুবিধা না থাকলেও bdspot.com এর উদ্যোক্তারা মনে করেন যে, দেশীয় পোর্টাল ও ব্যক্তিগত সুযোগ সুবিধার কারণেই সকলের কাছে bdspot.com এর গ্রহণযোগ্যতা বাড়বে।

লেখক: সম্পাদক, হিউম্যান রাইটস টুডে http://www.humanrightstoday.info

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।