হয়তো কিছু নাহি পাবো..
পরিবর্তনটা এসেছিল ঠিক কখন
কিভাবে আমার জানা নেই
তবে অজান্তেই আমার অস্তিত্বের
সাথে অস্তিত্ব মিলিয়ে তার বিকাশ
যেন নিঃসঙ্গ মরুর বুক চিঁড়ে
জেগে ওঠা কচি সবুজ গুল্ম
নতুন প্রাণের উচ্ছ্বাসে আমি
ভেসে যাচ্ছিলাম আপন স্রোতে
ভবঘুরে আমি পথের সন্ধানে ক্লান্ত
যেন অন্তিম দিক খুঁজে পেয়েছিলাম
যদিও সব সময়ের মত শব্দহীন ভাবে
তোমার চোখে আমি ছিলাম দিকভ্রষ্ট
আলোর স্রোতে অন্ধ আমার জানা
ছিল না আঁধারের তী্ব্র আবেগ
ছদ্নবেশে আমাকে মায়ায় জড়িয়ে
রচেছিল সেই সব দিন-রাত্রি.........
মাঝে মাঝে মনে হয় জীবনটা একঘেয়ে হলেই ভাল ছিল, এত বেশি বৈচিত্র্যতার সাথে যেন তাল মেলানো ভার।তবু এত টুকু বিশ্বাস এখনো অনুভব করি হেরে যাওয়ার দলে আমি নই.........
"Living well is the best revenge" by Erich Segal...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।