আমাদের কথা খুঁজে নিন

   

এক তারে বাঁধা সময়!

ইমরোজ

পথিকের পায়ের নিচে... পথগুলো ধুলোময়, অশনির আকাশে, রোদগুলো অসহায়। চেয়ে দেখছি...সরে সরে যায় মেঘ, আঁধারের সিধ কেটে আসে নব বন্যা। সেদিনের সেই সোনারদ্দুর, একে একে পথ হাটে বিকেল, ভর দুপুর। আগুনের সন্ধানে যাই কোন গর্তে, সুন্দর গান বাজে এই মহা মর্তে। তোমাদের কাছে এসে প্রশ্ন করে দিন, শেষটায় সব বাকি, বাকি থাকে ঋণ!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।