আমাদের কথা খুঁজে নিন

   

হয়ত এই রাতেই অন্ধকার নামে



একটি ছাদ নেমে আসে কংক্রিটের কাছে ; ঠিক তোমার পায়ের কাছে কিংবা নুপূরের কাছে বাজে রিনিঝিনি শব্দ ; আলোক সাজে হয়ত আজ চন্দ্রিমা রাত ; হয়ত তবুও আলোরা নেমে আসে রক্ত কণিকার কাছে ; ঠিক তোমার হৃদয়ের আঁচে পুড়ে যেতে হয় বলে পোড়ামাটি হয়ে পড়ে শুণ্যে অশুণ্য হয়ে পড়া কথকতা একাকী হয়ে আসে অন্য হদয়ের কাছে ; আরো কাছে ক্রমশ ধুমকেতু সরে এলে কেঁপে উঠে চোখ দুটো ; তারা আছে আছে যেন অনেক ঝলকানি ভাবি রাত আছে ভাবি জোছনা আছে ঠিক তোমার ছাদের কাছে নেমে আসে নেমে আসে সেই পাখি এই পাখি ; অনেক লাল হয়ে আসা মেহেদী রাঙানো হাতের কাছে কিংবা রেশমী চুড়ির কাছে বাঁজে রিনিঝিনি শব্দ ; আল্পনা আঁকে - তুমি ছাদে আছো ; আছো তাই ভেবে নেই হয়ত আজ চন্দ্রিমা রাত ; হয়ত এই রাতেই অন্ধকার নামে জোছনা জাগে হাস্নাহেনা জেগে থাকে দেহেরও ঘ্রাণে -নীল মানব

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।