আমাদের কথা খুঁজে নিন

   

নদী, ও পন্টুনে তোলা দুটো রূপালী মাছ

/

ইট পোড়া ধোঁয়ায় মুমূর্ষ সন্ধ্যাকাশ রোড ল্যাম্পের আলোয় রক্তশূণ্য ছোট খাটো আধা গ্রামের বিন্দু বিন্দু হলুদ বাতিতে তীব্রতা ও অন্ধকারের সমন্বয় আমরা জলসাম্পান সেরিনার ছাদে দুটো তারা খুঁজতে এসছি। তারপর আকাশে এরোপ্লেন এল ইঞ্জিন বোট নিয়ে নিল আমাদের কানাকানি ফিসফিস আমাদের শুরু আর উপসংহার টোল ঘরটার কুঠরির ফাঁকে মুখ দেয় আমাদের দীর্ঘ পথ একটি আলাদা বিকেলের খোঁজে এই খানে শেষ হয়। অন্ধকারটা ঠিক অন্ধকার ছিল না নদীটা ছিল শুকনো নদীর ভূমিকায় তারারা মৃত মাছের মত ভেসেছে আকাশে আমরা দীর্ঘ যাত্রা করে এসছি আমরা দুটো তারার খোঁজ পেতে এসছি মেকি বাস থেকে দূর যেতে চেয়েও যেন পুণরায় মেকিতেই ফিরে এসেছি।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।