আমার এই জীবন কাঁথায় গেথে চলেছি অনবরত নানান রঙের স্বপ্ন
এক বিকেলে আমায় ভেবে ফেলবে দীর্ঘশ্বাস
আমি স্মৃতির ফুল হয়ে ফুটবো তোমার পাশে
জানি তুলে ছুঁড়ে ফেলবে পথে,জানালা দিয়ে
হবে অরবরত বৃষ্টি,ভাসবে সে ফুল...
চোখ পড়বে তোমার আমার পাপড়ির প্রতিটি ফোঁটায়
জ্বল জ্বল করে শিশির হয়ে উঠবো আমি
মনে করিয়ে দেব ফেলে আসা অতীত
জানালা বন্ধ করে পর্দা ফেলে বসবে ল্যাপটপে
পারবো না জ্বালাতে কাজের মাঝে সেমন করে
কিন্তু ছবি হয়ে ধরা দিবো তোমার ডেস্কটপে
উঠে পাশের রুমে বসবে কলম খাতা নিয়ে
হঠাৎ মনে হবে আমি ঠিক তোমার পিছে অপেক্ষায়
খেতে যাবে কখন? এই বলে প্যাঁচার মত মুখ করে
ঘুরে ফেরতেই দেখবে,সেই জায়গা থাকবে খালি
শুধু সেখানে দুটি চুড়ি আর আমার কয়েক ফোঁটা পানি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।