আমাদের কথা খুঁজে নিন

   

আজকের ক্লাসে গল্প



আজকের ক্লাসে গল্প গণিত স্যার আমাদের গল্প শোনালেন। আমার বোনের ছেলে মাশরুব। জিজ্ঞেস করলাম- কী গল্প? ঠাকুর্মার ঝুলি! এসব আজেবাজে গল্প স্যাররা যে ক্যান চর্চা করে.. আমার বোন বলে- খারাপ কি, বাচ্চাদেরতো ভালোই লাগে। সবকি উপদেশের হতে হবে? আচ্ছা শুনি গল্পটা কি। আমার ভাগ্নে খুব আগ্রহ নিয়ে শোনায় গল্পটা।

এক বুড়ো দাদীর বেশে আসে রাক্ষসী, এসে ছোট্ট বাচ্চাদের খুব আদর করে। গৃহকর্তা বাইরের লোকদের বিশ্বাস করেন না তাই তাকে প্রশ্রয় দেন না। কিন্তু মহিলাটি দাদী বয়েসী মহিলার আদরের ভক্ত হয়ে গেলেন। এবং বাচ্চারাও তার সঙ্গে খুব মিশে গেলো। সবারই আব্দার বুড়ির সাথে ঘুমাবে।

শেষে সবচেয়ে ছোট্ট দুজনে ঘুমানোর সুযোগ পেলো। রাত যখন বাড়েলো বুড়ির হাতে নখ গজাতে লাগলো। সে অনেক চেষ্টা করেও তার রাক্ষসী রূপটাকে ঢাকতে পারছে না। রাত বাড়ার সঙ্গে সঙেগ তার আসল রূপ বিকশিত হয়ে উঠলো। বাচ্চাদের আদরকরে বুকে চুমু তারপর বুক চাটতে চাটতে কলিজাটাই খেয়ে ফেললো।

দুটো বাচ্চারই কলিজা খেয়ে বাকী বাচ্চাদের ধরতে গেলো টের পেলো বাবা মা। .... গল্পটা শোনার পর আমি এর অর্থ খুঁজতে লাগলাম। এমন ভয়ঙ্কর গল্পটা বলার নিশ্চই কোনও অর্থ আছে। বাচ্চাদের সতর্ক করার জন্য? যাতে অপরিচিত কাউকে ঘরে যায়গা না দেয়, নাকি অন্য কিছু? দুলভাই শুনছিল পাশের রুম থেকে সে হুটকরে বলে হু, রাক্ষসীর আসল রূপ ফুটে উঠতে শুরু করেছে। কেবলতো খেলো ১৩০জন সেনা অফিসার।

এরপর আর ভণিতা নয় সরাসরিই দেশটারে বানাবে ভারতের অঙ্গরাজ্য। সে হবে সাধের মুখ্যমন্ত্রী। হবে ধর্মনিরপেক্ষ হিন্দু। বেরিয়ে আসবে পুরোনো রক্ত। .... রাক্ষসীকে সামাল দেওয়ার কেউ নেই।

তার ভূমিকা এখন অনেক আদরের। যখন কলিজা খেয়ে ফেলবে তখন হায়হুতাশও করার সুযোগ থাকবে না। রাক্ষসীরাই পারে এমন ভন্ডামি করতে। জয় বাঙালি! তোমরা একতাবদ্ধ হতে চলেছ ওপারের সাথে। ...মুখ্যমন্ত্রী তোমাদের সঠিক পথই দেখাবে।

...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।