পিণাকেতে লাগে টংকার!! বসুন্ধরার পঞ্জরো তলে!!!!
বিস্মিত হই , যদিও তার পুরো বিবরণ আজও হয়নি শোনা
মাকড়সার জালের মধ্যরেখায় , তত্ত্ব কথার জালে ক্রমশ জড়িয়ে পড়ি
এপার থেকে ওপারের অদ্ভূত দ্বন্ধে , চেনা শিকারের পায়ে ফেলি দড়ি
বিবিধ শংকা,হতাশা, ভয় ,ব্যাথা , বড় দুঃখে সহসাই উর্দ্ধে তুলে ধরে ফণা।
বিস্ময়ের ঘোর কাটে না ,হাঁটে না , তবু রটে যায় হাট-বাজারে
অজানার , আজব-জ্বালা , জ্বলন্ত-পিদিম, হৃদয়ের মাঝ কোঠরে
সে আকার খোঁজে না , নিরাকার সংগোপনে বাঁধে না সৃষ্টি জীবন-মরনে
তার মর্মভেদ, আপন খেদে , বিধি বিধানের , হিসাব ও নিকাশে
মধ্যরেখা , আঁকতে শেখেনি হয়ত কোন প্রাণী , জানি অজানার ঘোর আকালে
এ ধ্যানের অসীম যাত্রা , মাত্রা হারায় বারেবারে,মননের ভ্রান্ত ঘর-দুয়ারে
আকার , তাঁর বাহন হয়নি জানি, জ্ঞান যাতনার অযাচিত ঢাক-ঢোলে
তত্ত্ব-সত্য,তবে জীবন-ব্রত নয়,সন্ধান করি তারে আলো-আঁধারের মায়াজালে
যারে চিনি নাই আমি , তারে তত্ত্বের দ্বন্ধে বাঁধতে চাইনি; বলে
তারে কিনি নাই কোন কালে , আলো-আঁধারের নিঃসীম দিগ্বলয়ে
হাট-বাজারের , ঢোলে-খোলে , উদ্ধৃত বানী হয়ে , না রক্ত না মাংসের ক্ষয়ে
তার ক্ষয় নাই , মাথা নত করি , আজন্ম নয় তো , আমৃত্যুকালের উল্লাসে
শংকার ডংকা , ভয় ও ব্যাথায় , হৃদয়ের রণে , যাপিত জীবনের অভিশাপে
বিস্মিত সৃষ্টির সমস্ত নমুনা , ব্যাস্ত হয়ে ওঠে , নিরাকারের গূঢ় সাধনায়
অসীম যাত্রা , কখন মাত্রা হারিয়ে , ভ্রান্ত হয়েছে,সূক্ষ-স্থুলের অদ্ভূত হিসাবে
দুঃখের কিংবা সুখের তাড়না ,চেনা-অচেনায়,ভাবুক হয়,তবু ভাবনার ঘরদোরে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।