আমাদের কথা খুঁজে নিন

   

দার বন্ধ করে ভ্রমটাকে রুখি // আলো বলে আমি তবে কোথা দিয়ে ঢুকি

[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/

দার বন্ধ করে ভ্রমটাকে রুখি আলো বলে আমি তবে কোথা দিয়ে ঢুকি -----------এমনই তো ঘটনা ঘটায় মাথা মোটা পাওয়ার কুক্ষিগতকরণ পটীয়সীরা। মুখে ইনফরমেশন এরা(era)আর ওদিকে ইউটিউব আর কি কি যেন দেয়াল এর দ্বারা আড়াল আমি সমাজের ভবিষ্যত নিয়ে হতাশ , আমি দেশের ভিবষ্যত নিয়ে হতাশ , আমি বিশ্বের ভবিষ্যত নিয়ে উদ্বিগ্ন..... আমরা মানুষরা ধ্বংসের দিকে এগিয়ে যাওয়ার জন্য থিউরি আর আইনী ভিত এ সটান দাঁড়ানোর চেষ্টা করি, এ যেন মগডালে বসে গোড়ায় করাত চালানো... হবেই বা না কেনো আমাদের মনুষ্য মস্তিষ্কে প্রিসেট করা আছে দ্যায়ার উইল বি এ ডে অব ধ্বংস---দ্যাট ইজ দা এন্ড অব ডে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।