আমাদের কথা খুঁজে নিন

   

এই অসহ্য অপারদর্শিতা অসহনীয়।

শরীরে শরীর নয়, ঠোঁটে ঠোঁট রাখাও নয়, মূহুর্তের ছোঁয়াও নয়, একটু দেখাতেই লিটার খানেক অগ্নিজলের ঘোর।

২৫ শে ফেব্রয়ারীর পরিস্থিতির বয়ান: ১। বিডিআরএর মহাপরিচালক প্রধানমন্ত্রীকে ফোন করেছিলেন সকাল সাড়ে আটটাদিকে বিডিআরের সামগ্রিক অবস্থা অভিহত করেছিলেন প্রত্যুশ্যে। ২। RAB সম্পূর্ণ প্রস্তুত হয়ে পিলখনায় সকাল পৌনে এগারোটায় পৌছেঁ যায়।

তারা ভেতরে প্রবেশ করার অনুমতি চায়, সরাষ্ট্র মন্ত্রনালয় তা প্রত্যাখ্যান করে। ৩। মিরপুর সেনানিবাস থেকে সেনা বাহিনী আসে সকাল ১১:৩০। যথা রীতি আদেরকেও অনুমতি দেয়া হয়নি। বরং বলা হয়েছে পিলখানা থেকে ৩ কিমি দুরে সরে যেতে।

-------------------------------------------------------------------------- --------------------------------------------------------------------------------- ========================================== ৪। মাননীয়া প্রধান মন্ত্রীর সাথে তারপর বৈঠক হয় নৃশংস খুনীদের। মাননীয়া প্রধান মন্ত্রী একবারও তাঁর ডিজির কোন খবর নিলেননা, অফিসারদের কুশল নিলেননা, নিলেননা তাদের হতভাগ্য পরিবার পরিজনদের কোন খোঁজ। ৫। এটা যে একটা জিম্মি পরিস্থিতি ছিল সে যে কেউই বুঝতে পেরেছিলেন।

এ পরিস্থিতে হয় জোড়েসোরে দর কষাকষি। আমাদের ডিজির কি অবস্থা, অফিসারদের কিঅবস্থা, তাদের সাথে আমাদের কথা বলিয়ে দাও, শুধুমাত্র তাদের নিরাপত্তার বিনিময়েই সাধারন ক্ষমা পেতে পারো। তেমন কোন দরাদরিতে নাগিয়ে উনি ঠাস করে সাধারন ক্ষমা ঘোষনা করলেন, তাঁর ডিজির, তাঁর অফিসারদের আর তাদের হতভগ্য পরিবারের জন্য থকলো পৈশাচিক অবমাননাকর মৃত্য। ৬। যারা এও মনে করে যে সেদিন যদি র‌্যবকে আর সেনাবাহিনীকে ঢুকতে দেয়া হ'ত তা হলে সেখানে রক্ত গংগা বইতো, তারা নীচের ব্যাপারগলো ভেবে দেখতে পারেন: ক।

ওরা ছিল পেশাদার খুনী,পোড়খাওয়া সৈনিক নয়, কাজ ছিল অতিঅল্প সময়ে হত্যাযজ্ঞ সেরে সটকে পরা, সম্মুখ যুদ্ধ নয়। খ। প্রশিক্ষিত সৈনিকদের উন্নততরো প্রশিক্ষন এবং উন্নততরো অস্ত্র ও গোলাবারুদের মুখে তারা পালাতো। গ। সবচেয়ে কম ছিল খুনীদের মনোবল, যে মনোবল নিয়ে কখোনই তারা সেনাবাহিনীর মুখোমুখী হতে পারতোনা।

পরে যেভাবে দল বেধেঁ পালিয়েছে তেমনি করে পালাতে যেত এবং কর্ডন করা সৈনিকদের হাতে ধরা পরতো। _____________________________________________ সাহারা খাতুনের লেজেগোবরে করা ভুমিকার কথা আর নাই বল্লাম। _____________________________________________ আর অতি উচ্চ পদে আসীন স্বরাস্ট্র উপমন্ত্রীর ভয়ে ভীনদেশে পালিয়ে থাকার অতি লজ্জাজনক উপাখ্যান জাতি চির দিন ঘৃনার সাথে স্বরন করবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।