আমাদের কথা খুঁজে নিন

   

সব দল অংশ না নিলে নির্বাচন করব না

সব দল অংশ না নিলে জাতীয় পার্টিও অংশ নেবে না, জাতীয় পার্টি মহাজোটে থাকবে না, মামলা দিয়ে এরশাদকে শৃঙ্খলিত করা যাবে না, এরশাদ কারো কাছে যাবে না, অন্যদেরকেই এরশাদের কাছে আসতে হবে এবং এরশাদ কারো ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।
 
তিনি আজ বেলা আড়াইটায় রংপুর টাউন হলে জেলা ও মহানগর জাতীয় পার্টির দ্বি-বার্ষিক কাউন্সিল অধিবেশনে এ মন্তব্য করেন।
 
নির্বাচনে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘দেশে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে। কাল কী হবে কেউ বলতে পারে না। সংবিধান নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেবো না।

সব দল আসলেই কেবল আমি নির্বাচনে যাব। এর বাইরে আমি নির্বাচনে যাব না। "
 
জাতীয় পার্টি ছাড়া দেশে সুশানের জন্য আর কোনো বিকল্প নেই উল্লেখ করে এরশাদ বলেন, `আমি ক্ষমতা ছেড়ে দিয়েছিলাম গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। কিন্তু আজকে পুলিশ গুলি করে মানুষ মারে। দুর্নীতি, দলীয়করণ, সামাজিক অনাচারে দেশ ভরে গেছে।

এটা গণতন্ত্র নয়। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করে সুশাসন ফিরিয়ে আনতে একমাত্র জাতীয় পার্টিই পারবে। '
 
জেলা ও মহানগর জাতীয় পার্টির সভাপতি মসিউর রহমান রাঙ্গার সভাপতিত্বে এ সময় আরো দেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য বাণিজ্যমন্ত্রী জি এম কাদের, মহাসচিব রুহুল আমি হাওলাদার এমপি, সাবেক মন্ত্রী জিয়াউদ্দিন বাবলু, তাজুল ইসলাম চৌধুরী, আনিছুল ইসলাম মন্ডল এমপি, সাবেক এমপি করিম উদ্দিন ভরসা প্রমুখ।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।