আমাদের কথা খুঁজে নিন

   

আই অ্যাম ফিলিং গ্রিন...



ইদানীং আমার অস্বাভাবিক রকম সবুজ প্রীতি হয়েছে। পৃথিবীর যাবতীয় সবুজ রংগুলো আমার নজরে পড়ছে সারাক্ষণ। যাই দেখছি, তাতেই সবুজ খুঁজে বেড়াচ্ছি। যা ভাবছি, তার মাঝেও সবুজের আভা খুঁজছি। লাল ভাবছি না, নীল ভাবছি না...ভাবছি সবুজ...... নিজের সবুজ জিনিসগুলোর প্রতি আকর্ষণ বাড়ছে।

সবুজ তোয়ালে......সবুজ খাতা......চুলে ক্লিপ দিচ্ছি, তাও সবুজ......চার বছর আগে একটা সবুজ ব্যাগ কিনেছিলাম, কয়েকদিন হলো সেটা কাধে চাপিয়ে ঘুরছি। ...সকালে ঘুম থেকে উঠে দাঁত মাজতে গিয়ে ভাবি, ব্রাশটা কেন সবুজ হলো না!... সেদিন পেন্সিল কিনলাম...তিন বছরের সঙ্গী লিড পেন্সিলটা হারিয়ে ফেলেছি। ... নতুন পেন্সিল কিনতে গিয়ে দোকানদার নীলরঙ্গা পেন্সিলটা বাড়িয়ে দিলেন। নিজের অজান্তে মুখ দিয়ে বের হয়ে গেলো, 'সবুজ!'...চুলের ক্লিপ কিনতে গিয়েও......সেই সবুজ! ভাবছি...হলো কি আমার?...বুঝতে পারছি না...... সবুজ নিয়ে এরকম বাড়াবাড়ি প্রীতি আমার ছিলো একসময়...স্কুলে পড়ার সময়......তবে সেটার পেছনে কারণটা ছিলো নিতান্তই বালিকাসুলভ আবেগতাড়না...। সে সময়টা প্রেম-ভালোবাসার রসায়ন বুঝতে শুরু করেছি মাত্র।

দিনে-রাতে স্বপ্নের রাজ্যে ঘুরে ফিরে বেড়ায় গায়ক, নায়ক, খেলোয়াড়রা......... ওয়েস্টলাইফ এর ভোকালিস্ট কিয়ান ইগানের প্রেমে তখন পাগল। দিন-রাত কিয়ান এর নাম জপি। কিয়ানকে না পেলে আমার জীবন বৃথা হয়ে যাবে, এরকম একটা অবস্থা...... দক্ষিণ আফ্রিকা আমার প্রিয় দল। পাগলামির সর্বোচ্চসীমায় পৌঁছে যাওয়ার মতো প্রিয়। তাদের কোনো খেলা মিস করি না।

ঘন্টার পর ঘন্টা টিভি'র সামনে বসে থাকি। একবার...শুধু একবার প্রিয় মুখগুলো দেখার জন্য। জিতে গেলে সারাঘর কাঁপিয়ে দাপিয়ে বেড়াই। যেন খেলাটা আমিই খেলেছি!....আর হেরে গেলে তো হলোই!......মনে হতো খুব কাছের আত্মীয় যেন মারা গেছে, যার জন্য কেঁদে আমি বুক ভাসাচ্ছি...... মনে আছে, ১৯৯৯ এ দক্ষিণ আফ্রিকা যখন দুর্ভাগ্যজনক ভাবে ফাইনালে উঠতে পারলো না, দুই দিন কি তিন দিন কারো সাথে কথা বলি নি, খাই নি............ দক্ষিণ আফ্রিকা'র জন্টি রোডস ছিলো আমার সবচেয়ে প্রিয়। এখনো প্রিয়।

এই লোকটাকে সবসময় আমার কাছে অসাধারণ লাগতো। কি যে করেছি রোডসকে নিয়ে। আমার মা মাঝে মাঝে অস্থির হয়ে যেতো আমার পাগলামিতে। ...এখন উচ্ছাসগুলো কোথায় চলে গেছে। যাই হোক, আসল কথা হলো, সে সময় আমার সবুজ প্রীতির কারণটা ছিলো এই যে, দক্ষিণ আফ্রিকার জার্সি'র রঙ সবুজ।

আর সে কারণেই আমার সবকিছু সবুজ হতে হবে। এমনকি পেন্সিল, কলম পর্যন্ত সবুজ হতে হবে!...খাতা-পত্র-ফাইল সব!...রুমাল কিনবো, তাও সবুজ। ...... সবুজে সবুজে সবকিছু ভরে থাকতো তখন!...... তারপর বয়স বাড়তে বাড়তে এসব আবেগ যখন শিথিল হয়েছে, যখন মনোযোগ বেড়েছে অন্য দিকে, তখন এই সবুজ প্রীতি কমেছে। বলা যেতে পারে, একসময় চলেই গেছে...। ইদানীং, কোনো কারণ ছাড়াই আবার আমার এই সবুজ প্রীতি!......সবকিছুতে সবুজ থাকার মনোভাব.........ফেসবুক এ প্রোফাইল পিকচার দিয়েছি, তাতেও সবুজ এর বাড়াবাড়ি!!!......... বুঝতে পারছি না, কী হচ্ছে!!!! এইটুকু শুধু বোধ কাজ করছে, আই অ্যাম ফিলিং গ্রিন!!!!


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।