[তোমার মন খারাপের দিনগুলোতে
আমার কিছু শ্রেষ্ঠ কবিতার জন্ম হয়]
এই নির্মল রোদেলা দুপুরে আজ কেন
তোমার মন খারাপের দিন গো?
সখি কেন আঁখি জলে,
প্রেরণার তীর ভেঙ্গে আমায় শূণ্য কর?
জানি না। আজ বুঝি না।
আমি জানি না-তুমিতো জানো। ।
তবু কেন আঁখি জলে আমায় বাঁধো না
সখি কেন আমায় বাঁধো না?
করতল আজ দেখি নাই প্রিয় তোমার
তব দেখেছি ভাঙ্গা কাঁচের চুড়ি।
সে কি? সেসব পণ্য
দুয়ারে কি শোভা পায়?
আমি জানি নাই-আজ নাই জানি তবে
তুমিতো জানো। ।
বেদনার দীর্ঘ রাত্রি শেষে যে মাঝি কূল খুঁজে পায়-
তার ছায়া তোমার পরিচিত মনে হয়,
তবু নষ্ট চাঁদের এততুকু আলোয়
আজো তুমি তাকে চিনলে না!
কতটুকু পরিচয় হলে মানুষে মানুষে বন্ধুত্ত্ব হয়
হয়তো তুমি তাই জানো না।
চন্দ্রবিন্দুর কাছে আজ আমি বলি-ক্ষমা দাও, ক্ষমা দাও।
কেননা হদয়ে প্রেমের ক্ষুধা আর দেহের রক্তশূণ্যতা
দুইয়ে মিলে আজ আমি এক অমীমাংসিত ধ্বংসস্তুপ।
আমার অন্তরে এক তুমি
আর বাহিরে তুমি রিক্ত হাতে বিন্ধ্যবাসিনী...
বুকের অসুখে সুখের স্বপ্ন লিখে,
জীবনকে আকাঙ্ক্ষার সঞ্চয়ে পুষ্ট করে,
কেউ কেউ আবার বেঁচে উঠে বা বাঁচার স্পর্ধা দেখায়।
এভাবেই রোদেলা কিংবা হিমশীতল কোনো স্বস্তির প্রভাতে
মানুষের বেঁচে থাকা বেঁচে থাকে ঘোর কুয়াশায়। ।
tahsiN//06-03-09
PLEASE DO NOT COPY
©ALL RIGHTS PRESERVED
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।