আমাদের কথা খুঁজে নিন

   

গত রাতের ফুটপাথের আসর থেকে

সুবিনয় মুস্তফীর কথা মনে পড়ে এই হেমন্তের রাতে

গত রাতের ফুটপাথের আসর থেকে নিহতের মতন রাত্রি গুলো আবারও খুবলে নিচ্ছে যৌথ ভুলের প্রশ্রয়। গলদেশ বেয়ে উঠে আসছে নির্বাচিত ফুটেজরা। প্রচ্ছদের আশা করে যারা নিয়মিত হারিয়ে যাচ্ছে..... হারিয়ে যাচ্ছে নিকোটিন, মৃত ক্রসিং এর ভিড়ে উলঙ্গ বিলবোর্ড। যেন শুধু নিয়ন বাতির মতন পেয়েছে সংকেত স্হানীয় ফুটপাথের। আমি প্রাণপনে ভুলে যাচ্ছি তবু তোমার গ্রাফিক্যাল কটিদেশ; গন্ধ ব্যাকুল বিলাস পন্হা সব। ও হে মীন জাতিকা, তুমি কি আগেই জানতে এমন সকরুন বোধিসত্ব হবে জীবন? এমনই-বা বাঁজা হবে আমার এই উপবাসের দূরবীন?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।