আমাদের কথা খুঁজে নিন

   

ঘর-মন-জানালা

জীবনটা যেন এক বর্ণীল প্রজাপতি

"ঘর-মন-জানালা.........১" আজ অনেক দিন পর বাইরে গেলাম। আসলে আমি খুব ঘর-কুনো নই। কিন্তু, মাঝে মাঝে কয়েক দিন বের না হতে হতে কেমন যেন আলসেমি এসে যায়। কোথাও যেতে ইচ্ছে করেনা। আর, তারপর, ঘরের ভেতর থেকে থেকে অসহ্য হয়ে উঠি।

আর, আমাদের বাসারও কি যে এক প্রব্লেম, আম্মা না পুরো বাসা খালি রেখে কোথাও যাওয়া সহ্য করতে পারেনা। একজনকে বাসায় থাকতেই হবে। বাসার নিরাপত্তা! সে যাই হোক, দুপুর হয়ে গেছে। হঠাৎই মনে হল, দেখিতো টুম্পাকে ফোন করে। আজ যদি ও আর্ট ক্লাসে আসে, তাহলে আমিও যাব।

আমাদের ফ্রেন্ডদের ভেতর একটা সংকেত ছিল। যদি ক্লাস বা অন্য কোথাও যাওয়ার মত ব্যাপার থাকলে আমরা একজন আরেকজনকে মিস কল দিলে অন্য জন যদি ওই জায়গায় যাই, তাহলে অন্যজন ও মিস্কল দিবে। তা, এই আজ ও আমি ভাবছি, টুম্পা যদি জায়, তাহলে মিসকল দিবে। কিন্তু দেখি, সে আমাকে ফোন করছে। ভাল।

আমি ফোন রিসিভ করলাম। তারপর শুনি, ও যাবে। মাঝে মাঝে মন যেন কোন বিশেষ কারন ছাড়াই প্রজাপ্রতির মত নেচে নেচে বেড়াতে চায়। গুন গুন করে গেয়ে উঠে। আজ টুম্পার ফোন পেয়ে আমার ও তাই হল।

তারপর, আর কি! গেলাম আর্ট ক্লাসে। অনেক দিন ঠিক নয়, জাস্ট এক সপ্তাহ যাওয়া হয়নি। আমার এই জায়গাটা এত পছন্দের! এইখানে আমি প্রথম ভর্তিই হয়েছিলাম এইখানে এসে কিছুটা সময় কাটিয়ে মন হাল্কা করার জন্য। তারপর তো ছবি আঁকাআঁকি আমার একটা নেশাই হয়ে গেল। বাসার কাছাকাছি হওয়ায় আমার জন্য সুবিধাই হয়েছে।

ইচ্ছে হলেই চলে যাই, আমার সপ্নপুরী! কিছুটা সময় কাটিয়ে আসি। টুম্পা এবং আরও অনেকের সাথে কথা-তথা বলে কয়েকদিনের বাসায় বসে থাকা মনের গুমোট ভাবটাও হাল্কা হয়ে গেল। তারপর আর কি! বাসায় আসলাম যেন নাচতে নাচতে। উড়তে উড়তে। আসলে আমি গাল ফুলিয়ে, দুঃখ দুঃখ ভাব নিয়ে বেশিক্ষণ থাকতেই পারিনা।

আমার দম বন্ধ হয়ে আসে। আমার মনটা সারাদিন খুশির আবহে থাকতে চায়। ছোট্ট ছোট্ট ব্যাপার থেকেই আমার মনটা খুশির আবহ খুঁজে নেয় আর ডানা মেলে উড়ে উড়ে যায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।