সৃষ্টি সুখের উল্লাসে।
আগামি কাল ৬ই মার্চ রোজ শুক্রবার সকাল ৭.৩০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা আই,ই,আর- পরিবারের সদস্যগণ কুমিল্লার মাতামুহুরী নদী, ভিটাওয়ার্ল্ডের উদ্দেশ্যে বনভোজনের জন্য ঢাকা প্রস্থান করিবার ইচ্ছা পোষণ করছি। সেই জন্য ব্লগের সকলের নিকট আমরা সকলেই দোয়া প্রর্থনা করছি যাতে আমরা সহি সালামতে কুমিল্লা হইতে ফিরিয়া আসিতে সক্ষম হই। সকলের জন্য শুভ কামনা রইল।
ফাকে আমি একটু আমার কাজ করে নেই।
লিনাক্সের উপর ছোট ও বড় বসদের একটু সাহায্য কামনা করছি। আমি লিনাক্সে বাংলা লিখতে পারছিনা। বাংলা কি বোর্ড লেআউট হিসেবে আমি (Bangladesh) টা এ্যড করেছি। অন্যান্য প্রায় সব গুলো ক্যরেক্টার পেলেও আমি স্বরবর্ণগুলো লিখতে পারছি না। g press করে ি,ী,ু,ূ,ে বা ৈ চাপলে বর্ণ আসছে না।
কি করি বলেতো, বেশ ঝামেলায় আছি। বসেরা একটু সহায্য করেন না, প্লিজ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।