আমাদের কথা খুঁজে নিন

   

তাই নতজানু হয়ে ফিরে এলাম তোমার দ্বারে!!

ন্যায় অন্যায় বুঝিনে, জানি শুধু তোমারে!!

বহু চড়াই উৎরাই পেরিয়ে এসে দাঁড়িয়েছি এ ঘাটে! ভালো যদি নাই বাসো বধু কার অপেক্ষায় দাঁড়িয়ে হেসে? অভিমান করে কি লাভ?জানইতো আমি উম্মাদ,পাগলাটে! গিয়েছিলাম ভু-গর্ভে কিছু নীলাভ স্বপ্নের খোঁজে, স্বপ্নের দো-পেয়াজো বানাবো হৃদয়ের রসুই ঘরে। এতো বছর পরে এসে অতীত গোপন রেখে আর কি হবে? অন্ধকারে ঢুকেছিলাম রাজকুমারীর শোবার ঘরে প্রেমের লোভে! দেখালাম মনের বিশালতা,তবুও তাড়িয়ে দিলো ফকিরনী বলে! তাই নতজানু হয়ে ফিরে এলাম তোমার দ্বারে, কামনা-অন্তরে রাখো নচেৎ গলা টিপে মারো এ অভাগারে। তোমার অপরিপক্ব বুকে মাথা রেখে বাঁধ সাধতাম শ্বাস-প্রশ্বাসে, তবুও তুমি নড়তে না গো,গান শোনাতে মনের সুখে। সেই তুমি আজ আমার ভুলে আকাশ সম নিঠুর হলে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।