হৃদপিন্ডের চামড়াটা বেশ খস খসে মনে হয় আজকাল,
হাতের মুঠোয় নিলে
চটচটে রক্তের নিচে আগের মতো আর মসৃন ঠেকে না ,
ফাপা হয়ে গেছে গতকাল থেকে আজ আরও বেশী......।
ভাল্লেগেনা এসব আর......
সেই একই দীর্ঘশ্বাস ......
আর মৃত সহানুভূতির ব্যার্থ ব্জন্ম......
কেন যেন মনে হয় শুধু দীর্ঘশ্বাসই ফেলতে পারি আমি......।
হৃদপিন্ডটা হাতে রেখে
টগবগ করা রক্তের মাঝে তাই,
করি তুষারপাতের প্রার্থনা,
ঠিক যেন প্রেমিকার ঠোটে কাপুরুষ চুম্বনের মতো.....
কিছুটা নির্লিপ্ততায়,
কিছুটা ভীরু স্বপ্নীল আশ্বাসে......
আর কিছুটা অপরাধবোধে.........।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।