কবিতার ছেলে।
বয়স তোমার যৌবন ছেলে
গভীর তোমার রাগ,
অব্যক্ত সব মনের কথা
তোমার কাছেই থাক।
এমনি করেই কাটুক সময়
আসুক নতুন ভোর
ভাবনাগুলো ধুয়ে মুছে
আকাশ পানে ঊর।
দেখতে দেখতে চলুক সময়
ঊই- পিঁপড়ের বাসা
মনের তলে ওঠুক জমে
নিলচে রঙ্গের আশা।
বৃষ্টি ঝরে বৃষ্টি ঝরে,
বৃষ্টি তোমার চোখের পাতায়
রাত্রি নামে নিরেট নিকশ
প্রাপ্তিগুলো তোমায় ভাবায়।
ক্লান্তিগুলো তোমায় কাঁদায়।
কৃষ্ণচুড়ার ডালে থাকুক
তোমার রঙ্গীন স্বপ্নগুলো
আস্তে করে নিভে রেখো
বুকের মাঝের কষ্টগুলো
নতুন সুরে কোবতে লিখ
নতুর ভাবের গান
সেটাই তুমি ভাবছো জানি
ভাবুক সবার প্রান
মধ্য রাতের কফির কাপে
ছুটবেনা আর শব্দজট
তোমার যত রঙ্গিন স্বপ্ন
অবহেলায় ওলটপালট।
নতুন নতুন সুরের মাঝে
খুজে দেখ সুখগুলো
গানে গানে যেও ভুলে
চিরচেনা মুখগুলো
তোমার পথে অনেক বাধা-
জীবন ঘিরে কত ধাঁধা
ভেবে রেখ হাটতে হবে অনেক দুরের পথ।
ভুলেও তুমি ক্লান্তি নিয়ে হইও নাকো বধ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।