কখনো চাই নাই দূরে থাকি...তবু দূরগুলো বারে বারে আসে...
একটা পাখি উড়ছিলো, তার ডানায় হঠাৎ আগুনের হলকা লেগে মোমের আস্তর গলে গেলে, গড়িয়ে পড়ার মুহর্ত আরম্ভ...গড়ানোর কালে পাখির শরীর ধীরে কালো হয়...পড়ন্ত পাখির কালো অবয়ব দেখে দৌড়ে আসে শৈশবের সকল বালক।
বালকেরা শেখে নাই আদব লেহাজ,
পাখির পালকে ছোড়ে আগুণের গোলা...
শত শত পাখি পুড়ে হয়েছে অঙ্গার
অঙ্গার পুরানা হলে সোনা ফলে নাকি...
এই বিদ্যা বালকেরা কোথা হতে পায়!
গোপনীয় বিদ্যারে মানুষ চীরকাল ভয় পায়...গোপন বিদ্যারে নিয়মমতো উন্মুক্ত করলেও...আসলে তাহার গোপনীয়তা কখনো যায় না...একবার যা গোপন তারে আমরা অনন্তকাল গোপনের বিবেচনায় রাখি...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।