আমি বুঝিনা স্কুলের বাচ্চাদের মত কেন আমাদের সাংসদেরা কাজের কথা বাদ দিয়ে সংসদে বসার জায়গা নিয়ে মনোমালিন্ন করছে
একটি সাদা কাগজে তুলির আঁচরে যেমনি ছবি ফুটে ওঠে, শিশুর শূণ্য মাথাটাকে বাবা ভরে তোলেন তার স্বপ্নগুলো দিয়ে। শিশুটা হয়তো কোনদিনই জানতে পারেনা - তার মাথার ভিতরে কি ঢুকানো আছে: যা তাকে প্রভাবিত করে - আচ্ছন্ন করে - চালিত করে। দাড়ি গোঁফ পেঁকে গেলেও সে শিশুই থেকেই যায় তার বাবার কাছে।
বাবা যদি স্বপ্ন দেখা বন্ধ করেন - তার বাবা স্বত্তার মৃত্যু ঘটে। তিনি হ্-য়ে ওঠেন সম্পর্ক সূত্রে পিতা।
শিশুটি এতীম হয়ে যায়। শিশুটি হয়ে ওঠে হতাশায় আচ্ছন্ন। তার শিশু সত্তারও মৃত্যু ঘটতে থাকে। খাদ্য ছাড়া যেমন জীবন বাচে না তমনি একদিন তার শিশু সত্বার মৃত্যু ঘটে যায়। সে হয়ে ওঠে সম্পর্ক সূত্রে সন্তান।
পাওয়া আর না পাওয়ার তাড়না শিশুটিকে নতুন স্বপ্ন যোগ করতে শেখায়। পিতার রেখে যাওয়া স্বপ্নগুলোয় কিছুটা ধূলো জমে যায় - কিন্তু কখনও মুছে যায়না। চকচক করতে থাকে নতুন স্বপ্নগুলো। আর তখনই জন্ম শুরু হয় একজন অনাগত পিতার।
মাতা হচ্ছেন পিতা পুত্রের এই স্বপ্ন সাধনায় সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যক্তি।
হ্য় তিনি অণুঘটক হয়ে স্বপ্নকে বাস্তবতার দিকে ধাবিত করেন, নতুবা প্রতিষেধক হয়ে বাধা হয়ে দাড়ান। এ ক্ষেত্রে আরো বহুমাত্রিক .....
(তিতিয়ানাতান্তা বলেছেন: চালিয়ে যান নাম টাই খুব সুন্দর)
(বাকি অংশ লেখা যেতে পারে যদি আপনার ভাল লাগে। তাই আপনার মূল্যবান মতামত দিন)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।