আমাদের কথা খুঁজে নিন

   

ওরা এইট পাশ বর্বর, আর আমরা.... জাতির বিবেক!

আজ আমার কোন অস্তিত্ব নাই, হ্য়ত কাল থাকবে, নয়তো কখনোই নয়।
ভেবেছিলাম আর লগইন করব না। ব্যস্ততার খাতিরে জীবনটা একেবারে পানিভাত হবার জোগার। দুমুঠি অন্নের তাগিদে মেধা বিক্রি করে চলি। দেশের মানদন্ডে হয়ত একজন বিডিআরের চেয়ে আমার দাম বেশী।

কেননা ওরা এইট পাশ অশিক্ষিত বর্বর। ঠিকমত নিজের দাবীও জানাতে পারে না। ওদের সন্তানরা গ্রামে থাকে, শহরে ওদের আত্মীয় নাই, ওরা ইন্টারনেট ব্যবহার করতে জানে না। জানে না প্রেস কনফারেন্স করে নিজের কষ্টের বিবরন দিতে। নাহ, ওরা কেও আমার আত্মীয় নয়।

অত গরীব মেধাহীন মানুষ আমার আত্মীয় হবার যোগ্যতা রাখে না। মিডিয়া কি ওরা জানে না। ওরা আমাদের মত অতি বুদ্ধিমান শয়তান দ্বারা চালিত হয়। ওরা রেশন পায় না, ২ বছরে একবার ছুটি পাই না, ডাল-ভাত প্রজেক্টের টাকা মেলাতে না পারলে ওদের চাকরী যায়। আমাদের কিছু হয় না।

আমরা মেধাবী, আমরা সকল কিছুর উর্ধে! আমরা অপারেশন ডাল-ভাত দিয়ে নিজের আখের গুছাই। রাজনীতির হীন আচরন বোঝার ক্ষমতা ওদের কোথা থেকে হবে, ওরাত আমাদের মত মোটামোটা বই পড়েনি। ওরা তো জানে না, কি করে শয়তানদের হাত থেকে বাচতে হয়। জানে না, কখন পাষন্ড কাকেরা ওদের ব্যবহার করে শয়ে শয়ে মানুষ মারে! ওরা জাতির কলন্ক। ওদের কোন ক্ষোভ থাকতে পারে না।

বর্ডারে প্রতিদিন একজন করে মারা গেলেও পেপারে আসে না। কারন ওরা মানুষ নয়! ওরা কে? ওদের কি কোন অবদান আছে দেশের প্রতি? ২নড গ্রেডেড মানুষ ওরা! কিন্তু তারপরও কেন জানি ওদের সাথে নিজের মিল খুব খুজে পাই। ওরা বেচে শরীরের ঘাম, রক্ত আর আমি বেচি মাথা! আর্মীদের জন্য আমারও বুক খামচে ওঠে। ওরাও ত মানুষ। তবুও ওদের পরিবার এক কোটি করে টাকা পাবে, ফ্লাট পাবে।

ওদের সন্তানরা পড়াশুনার সুযোগ পাবে। কিন্তু ঐ বিডিআরের পরিবার, যারা গ্রামে থাকে, ঘোমটা খুলে আকাশ দেখে না, তাদের নোংরা সন্তানগুলোর কি হবে কেও কি জানে ? হ্যা, ওরা হবে, টোকাই। ওরে হবে হিরোইন্চী। ক্লাস এইট পর্যন্ত পড়ার সুযোগও হয়ত ওদের আর হবে না। অভাবের সংসারে ঐ সন্তানদের মা কি করবে তার কুলকিনারা হবে না।

ওদের ঘরে আগামী একমাস পর হাড়ি জ্বলবে কিনা জানি না। ঐ বিডিআরের বৃদ্ধা মা বাবার আর চিকিৎসা হবে কিনা জানি না। মহাজনের সুদের টাকা বাড়তে বাড়তে হয়ত বাড়িঘর যা আছে সব যাবে! জানিনা রিকশাআলা আর পথচারীর পরিবারের কি হবে! ধুত! ওরা কে ! ওদের জন্য আমরা ভাবব কেন? ওরা হল খুনি! ওদের পরিবারও খুনি! ওদের ৩ মাসের বাচ্চাও খুনি! ওদের বৃদ্ধা বাবা মাও খুনি! খুনিদের না খেতে মারা যাওয়াই তো ভাল! আমরা নতুন প্লাজমা টেলিভিশন কিনব! মার্সিডিজ গাড়িটার বুকিংও দেয়া হয়ে গেছে! আমরা মহান! আমরা দেশপ্রেমিক! আমরা জাতির প্রান!
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।