আমাদের কথা খুঁজে নিন

   

বি ডি আর বিদ্রোহ

বিবেক খাটাই

বি ডি আর বিদ্রোহে দায়ী ব্যক্তি কারা, এ নিয়ে সরকারী ও বিরোধী দল,বুদ্হিজিবী , জনগন নানা ভাবে বিশ্লেষন করছেন। কেউ কেউ পরস্পরের ভুমিকাকে প্রশ্নবিদ্ধ করছেন। কেউ এটাকে ক্ষোভের বহিপ্রকাশ বলছেন,কেউ ন্যায্য দাবি হিসেবে বলছেন। কিন্তু দু;খের বিষয় এটা যে জাতি হিসেবে আমাদের ধংশের একটি পরিকল্পনা এ বিষয়ে সবাই একমত হতে পারছেনা। তাই সমাধান আজও হচ্ছহে না, আদৌ হবে কি না বলা যায় না।

এখানে দেশী ষড়যন্ত্রকারীরা যে বিদেশীদের তত্বাবধানে এ কাজ করছে তা আমরা বুযার চেষ্টা করছিনা। শুধু দেশীদের নিয়েই আমরা ব্যস্ত। কিন্তু বিদেশীরা বার বার আমাদের দেশকে নিয়ে ষড়যন্ত্র করে বার বার পার পেয়ে যাচ্ছে আমাদের বিভক্তির সুযোগ নিয়ে। তাই তারা নিত্য নতুন নতুন ষড়যন্ত্র করেই চলেছে। তাই দেশী শত্রুদেরত্পাশাপাশি বিদেশী বন্ধু রুপী শয়তানের মুখোশ ও আমাদের খুলতে হোবে।

না হলে আজ যারা এ হত্যাকান্ডের জন্য এ দেশী অপরাধী তাদের বিচার হবে,কিনতু তারা নতুন পরিকল্পনা নিয়ে আবার আসবে। ফলে অন্যায় করবে ওরা ,শাস্তি পাবে আমাদের দেশের মানুষ,ক্ষতি হবে আমাদের দেশ,স্বাধীনতা,ওরা বসে বসে তামাষা দেখবে। তাই নতুন করে আমাদেরকে আমাদের দেশী্য শত্রু মিত্র ,বিদেশী শত্রু মিত্র চিনতে হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।