আমাদের কথা খুঁজে নিন

   

ফন পার্সির ‘স্মরণীয়’ প্রত্যাবর্তন!

ম্যানচেস্টার ইউনাইটেডে পাড়ি জমানোর পর গতকালই প্রথমবারের মতো পুরোনো ক্লাব আর্সেনালে বিপক্ষে খেলতে এসেছিলেন রবিন ফন পার্সি। খুব একটা সুখকর না হলেও প্রত্যাবর্তনের এ ম্যাচটি অনেক দিন মনে থাকবে এই ডাচ স্ট্রাইকারের। কারণ ১-১ গোলে ড্র হওয়া এই ম্যাচের গুরুত্বপূর্ণ সব মুহূর্তেই ছিল ফন পার্সির অংশগ্রহণ। বর্তমান দল ম্যানচেস্টার ইউনাইটেডের পক্ষে সমতাসূচক গোলটিও এসেছে এই তারকা স্ট্রাইকারের পা থেকে।
ইংলিশ প্রিমিয়ার লিগের গত মৌসুমে রবিন ফন পার্সি ছিলেন আর্সেনালের নায়ক।

গানারদের আক্রমণভাগের প্রধান সেনানী ছিলেন এই ডাচ স্ট্রাইকার। তাঁর পায়ে বল গেলেই আশা জাগত আর্সেনালের সমর্থকদের মনে। আর গতকাল সেই একই ফন পার্সির পায়ে বল গেলেই দুয়োধ্বনিতে মুখর হয়েছে এমিরেটস স্টেডিয়াম।
ম্যাচের শুরুতেই থিও ওয়ালকটের গোলে এগিয়ে যায় আর্সেনাল। প্রতিপক্ষের এ গোলটির নেপথ্যেও ছিলেন ফন পার্সি।

তাঁর একটি ভুল পাস থেকে বল পেয়েই ম্যানইউয়ের জালে বল জড়িয়ে দেন ওয়ালকট। ২৮ মিনিটের মাথায় বাজেভাবে ট্যাকল করার দায়ে হলুদ কার্ডও দেখতে হয়েছে তাঁকে। ৪৪ মিনিটে ম্যানইউয়ের পক্ষে সমতাসূচক গোলটিও করেছেন এই তারকা স্ট্রাইকার। তবে পেনাল্টি থেকে এ গোলটি করার পর খুব বেশি উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়নি ফন পার্সিকে। খেলার বাকি সময় আর কোনো গোলের দেখা পায়নি কোনো দলই।

তবে ম্যাচের পুরো সময়ই আর্সেনাল-সমর্থকদের দুয়োধ্বনি শুনে যেতে হয়েছে পার্সিকে। আর্সেনালের কোচ আর্সেন ওয়েঙ্গার সমর্থকদের এই আচরণটাকে দেখছেন ফন পার্সির প্রতি ‘হতাশাপূর্ণ ভালোবাসার’ প্রতীক হিসেবে। তিনি বলেছেন, ‘সে যখন এখানে ছিল, তখন সমর্থকেরা তাকে খুবই ভালোবাসত। আজকে আর্সেনাল-সমর্থকেরা সেই হতাশাপূর্ণ ভালোবাসারই বহিঃপ্রকাশ দেখিয়েছে। ’
গত বছরের আগস্টে ম্যানচেস্টার ইউনাইটেডে নাম লেখানোর আগে দীর্ঘ আট বছর আর্সেনালে কাটিয়েছেন রবিন ফন পার্সি।

রয়টার্স।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।