আমাদের কথা খুঁজে নিন

   

সময় বুঝিয়া বাতাস দেখিয়া পাল কোন দিকে ছাড়ি??(বিডিআর বিদ্রোহ)

কোথায় পাব শান্তি,তাই খুজেঁ বেড়াই।

আমাদের ঘরে ঘরে অনেক ধরণের, অনেক গড়নের, বিভিন্ন রঙের চশমা আছে। আমরা সেগুলো সময়বিশেষে, হাওয়ার দিক আর গতি পরখ করে পাল্টাই। বেশ আরাম হয়, নিজেকে বেশ বিবেকবান আর শক্তিশালী মনে হয়। দেখবেন, বাজারে চশমার দাম এই ক'দিনেই বেড়ে গিয়েছে বেশ।"- ব্লগার তীরন্দাজ। সময় আর বাতাস কোন দিকে বইছে তা দেখে পাতি বুদ্বিজিবিরা নৌকা ছাড়ে। খুব ভাল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।