আমাদের কথা খুঁজে নিন

   

২৬ মার্চ তুিম স্বাধীনতা দাও



স্বাধীনতার ৩৮ বছর পর মানুষ ঘুমায় ফুটপাতে রাস্তার ধারে ডাস্টবিনের সাথে। আর আমি দেখি নিত্যদিনই এই চিত্র। রাজধানীর বুকে ওরা ঘুমায়, আবার অনেকেই অন্যকে ঘুম পাড়ায়। এমন ঘুম পাড়ায় যে তাদের ঘুম আর ভােঙ্গ না। তাদের ঘুম আর এদের ঘুমের মধ্যে এ যা পার্থক্য।

রাতের আধারে সবাই ঘুমায় কিন্তু ওরা ঘুমায় না । আচ্ছা কেন ওরা ঘূমায় না রাত জেগে কি করে কবিতা লেখে না গল্প লেখে ? সত্যিই ওরা লেখে তা গল্প নয় ইতিহাস যা পর দিন পত্রিকার পাতায় আসে। আর এই খবর গুলো আমার পড়তে হয় রোজ সকালে । আমি তো পড়তে চাই না এমন খবর নিত্যদিন। ওরা আমাকে বাধ্য করেই এমন করে ।

আমি স্বাধীন ভালো সংবাদ দেখার অধিকার আমি রাখি। অনুগ্রহ করে আমাকে লঞ্চ ডুবি ছিনতাইকারীর হাতে...সন্ত্রাসীদের হাতে ... ... হে ২৬ শে মার্চ তুমি স্বাধীনতা দাও আমাকে যেন আমি সকাল হলেই সুন্দর স্বপ্ন বুকে নিয়ে হাজার বছরের বাংলাদেশের পথে যাত্রা করি ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।