খ
বিডিআর ট্র্যাজিডি নিয়া বাংলা ব্লগ মন্ডলে প্রচুর লেখালাখি হইছে, গবেষণা হইছে, কে/কেন এই ঘটনা ঘটল সেইটা নিয়াও পোস্টের পর পোস্ট পরতেই আছে। আমি আর সেই দিকে না গেলাম।
আমার পোস্টের বিষয় আলামত!! কেন সেইটা আগে বয়ান করি। আজকে টিভিতে দেখলাম মাননীয় সরাষ্ট্রমন্ত্রী ক্রাইম সিনের কোন এক অফিসারের বাসার সিড়ি ধইরা হাতের তালু দিয়া ঘষতে ঘষতে নামতেছেন, তার পিছনে অনেক লোকজন, মিডিয়া/সংবাদ কর্মীরা ছবি উঠাইতেছেন, মেঝে পাড়াইতেছেন খুব সমর্পনে যাতে জমাট বাধা রক্তে পা না পড়ে। গতকাল দেখলাম দরবার হলেও মিডিয়া কর্মীরা ঘুইরা বেড়াইতেছেন, ছবি তুলতেছেন, অর্থাৎ ক্রাইম সিনের ছবি তুলতেছেন।
খুবই ভাল উনাদের জন্যই আমরা সব দেখতে পাইতেছি, কিন্তু কথা হইল এতে কইরা কি এইসব ক্রাইমসিনের আলামতগুলান নষ্ট হইয়া যাইতাছে না? কারণ তারা খালি হাত এবং জুতা পইরা সেইসব জায়গায় ঘুরতাছিলেন।
ধইরা নিলাম আমাদের ডিবি/পুলিশ/সামরিক তদন্তকারী অফিসারগন বিশ্বের সবথেকে চৌকস, তারা একবার ঐসব এলাকার ছবি, হাতের আঙ্গুলের ছাপ, মেঝের রক্তের নমুনা একবারেই এনালাইসিস কইরা ফেলাইছেন, কিন্তু তার পরেওত উনাদের ভুল-ভাল হইতে পারে নাকি? তাই তদন্ত কমিটিরে অনুরোধ জানাই এমুন কাম না করতে।
এইখানে একটা বিষয় সবথিকা গুরুত্বপূর্ন, আর সেইটা হইল আসামীর সংখ্যা ব্যপক অর্থাৎ যদি আসামী বিডিআর হয় তাইলে সেইটা ২০০০-১৫,০০০!! যাদের প্রত্যকের সকল বৃত্তান্ত বিডিআরের নথিতে আছে। এখন দরবার হল বলেন বা অফিসারদের বাসভবন বলেন তারা সেইখানে গ্লাভস পইরা যায় নাই হাতের ছাপ অবশ্যই আছে, সেই হাতের ছাপ মিলাইয়া সহজেই বাইর করন উচিৎ কোন কোন জওয়ান সেইখানে গেছিল, কারা বেলচা দিয়া গনকবর খুড়ছিল, কারা রাইফেল দিয়া গুলি করছিল তাইলে আর নিরীহ জওয়ানগ ফায়ারিং স্কোয়াডে যাইতে হয় না।
আর কারা পাশবিক নির্যাতনে জড়িত সেইটার জন্য ডিএনএ টেস্টত আছেই আমাগ দেশেই এখন।
তাই তদন্ত শেষ না হওন পর্যন্ত সকল ক্রাইমসিন সংরক্ষনের আবেদন জানাই, আর যদি দেখাইতেই হয় তাইলে মিডিয়া/সংবাদ কর্মীদের এবং অন্যান্য যারা ভিতরে যাইতাছেন হাত এবং জুতার উপরে মুজা এবং যেকোন সারফেস ঘর্ষন না করবার অনুরোধ জানাই এতে কইরা হাতের ছাপ নষ্ট হইয়া যায়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।