দেশকে ভালবাসি, কিন্তু দেশের জন্য কিছুই করতে পারি নাই বলে, নিজেকে খুব ছোটলোক ভাবি
অকুন্ঠ সহমর্মিতা আর শকাহত অস্থির চিত্ত
হে বিধাতা চেয়ে দেখ আজ তোমার সৃষ্টির বৃত্ত
অজশ্র বিষমুখের অগনিত কথা আর অপবাদ
ঘিরে আছে পুরো আঙিনা জুড়ে নিষ্ঠুরতার অভিশাপ
কিভাবে হবে এক রক্ত পাপের পাপ মোচন
জানিনা, বুঝিনা, কেন ওরা বুঝেও বলে, না বুঝার বচন
ভারি হয়ে উঠা আকাশ বাতাস সাক্ষি হবে সত্যের নির্বচন
পাপ ও পাপীকে করি ঘৃনা, ক্ষমা কর হে তুমি মহাগুনী মহাজন।
উৎসর্গঃ ২৫শে ফেব্রুয়ারী ২০০৯
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।