সুন্দর সমর
আজ কথা নয়,
কলমের ডগায়
কি বোর্ডের প্রতিটি চাবিতে
এখন রক্ত আর চোখের পানি জমেছে।
বিচার চাই।
কে? কারা?
পেছনের কালসাপকে বের করো!
কোন দাদা রয়েছে এমন গণ-বাহিনীর গন্ধময় হত্যার তান্ডবে?
আর সেই বেচারা বিডিআর জওয়ানকুল তাদের সরল মাথাটি
কারা দখল নিল
গোয়েন্দাদের শ্যেন চোখ ফাঁকি দিয়ে!
যে অস্র্দ শত্রুর দিকে তাক করা ছিলো
তাই ঘুরে গেল!
ইতিহাসকে প্রশ্ন করলাম,
নিরব ইতিহাস হাত বাড়িয়ে এমন রক্তাক্ত হত্যালীলার
কোনও উদাহরণ তুলে ধরতে পারল না!
বিধবা স্রীলে, পিতৃহারা সন্তানদের সামনে আমরা কি ভাবে দাঁড়াবো?
কে জবাব দেবে!
নিরাপত্তাদের হাকিম মোক্তার মাতব্বর মহা সেনাপতি আপনারা বলবেন কি,
আপনাদের বেড়ার কোথায় লক্ষীন্দরের বাসর
বানানো হল কি ভাবে????
তখন আপনারা ক্ষমতার আফিমের নেশায় ঢুলু ঢুলু
একে অন্যের পিঠ চাপড়ে পদক পড়িয়ে দিচ্ছিলেন!
কোনও খবর রাখেন নি!
এই বাংলাদেশ।
অশ্রু আর রক্তের মধ্যে তলিয়ে যাচ্ছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।