আমাদের কথা খুঁজে নিন

   

মা আমারও মন ভাল নেই

মুক্ত আকাশ দেখব বলে বয়ে চলা। আকাশ কেন মুক্ত হয় না।

মাকে ফোন করেছিলাম......অনেকদিন পর। মা রেগেছেন মনে হয়। আসলে করব করব করে করা হচ্ছিল না।

মায়ের সাথে কথা হল.....তাঁর মন খারাপ। এখন আমারও মন খারাপ। মা কেমন আছো? -ভাল। তুই কেমন? ভাল মা। কি করতেছিলা? -এইতো রান্না করতেছিলাম।

তুই রাতের খাবার খাইছস? হু...অনেকক্ষন আগে। -আচ্ছা ঠিক কইরা ক তো তুই কবে দেশে আসবি! আমরা ২/১টা পাত্রী দেখেছি। আমার আর ভাল লাগছে না। সকালে ফোন দিস। তোর বাবা কি জানি বলবে।

ঠিক আছে। জুলাই এ আমার সেমিস্টার সেশ হলে যাব মনে হয়। বাবা কই? -নরসিংদী গেছে ব্যবসার কাজে । তুই কি খাইছস? এইতো কোরিয়ান খাবার। নাম বল্লে বুঝবা না।

-কেন? রান্না করছ নাই আজকে? না মা। এখন আর রান্না করি না। কোরিয়ান খাবার খেয়ে নেই। রান্না করতে ভাল লাগে না আর সময়ও পাই না। আমার মা কান্না শুরু করে দিলেন।

ভাবলেন আমি ঠিকঠাক খেতে পাই না। কানতে কানতে বল্লেন। -তোর ব্ড়ভাই দেবিদ্বার রোগী দেখে, ছোটাটা কুমিল্লা থেকে এখনও ফিরে নাই। তোর বাবা এনেক রাতে আসবে, বড়বউ নারায়নগন্জে। আমার মেজুছেলে বিদেশে খাবার পায় না......আর আমি খাবার নিয়ে বসে আছি.....কে খাবে? বলেই আবার কান্না।

আমি কত কথা বুঝাই। মা আমার বুঝে না কিছুই। বুঝতে চায়ওনা। ইচ্ছে করছে এক দৌড়ে চলে যাই মার কাছে। কিন্তু এইতো কদিন আগে ফিরলাম দেশ থেকে।

আরো ৬ মাস অপেক্ষা। মা তুমি ভাল থেকো। তোমার জন্য আমারও মন ভাল নেই মা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।