আমাদের কথা খুঁজে নিন

   

আর নয় রক্তপাত

সময়কে কাধে নিয়ে চলো বন্ধু

সুযোগটা নিচ্ছে যারা বহুদিন ধরে বসে আছে বাংলাদেশের বাজার দখল করতে। সাধারন মানুষ কিভাবে বিডিআর ও সেনা সদস্যদের এমন বিপরীতমুখী অবস্থানকে উপলব্দি করছে সাধারন মানুষ। যারা ঘটনাস্থলে আছেন তারা সত্যিই আতঙ্কে। আর যারা টিভি সেটের সামনে বসে ঢাকার পরিস্থিতি দেখছেন তাদের কে অনেক বিষয় নিয়ে হাসতে দেখছি। যেমন এক সেনা সদস্য পিছনে হাত বাধা এক বিডিআর জওয়ানকে লাথি মারছে।

চা দোকানে টিভি সেটের সামনে বসা আর একশ্রেণীর বিষয়টিকে উড়িয়ে দিল অট্টহাসি দিয়ে। আবার কেউ কেউ যেন হাততালি দিল। অবাক আমি। আসলে কি হচ্ছে। কি আছে আমাদের কপালে।

বিডিআর আমাদের সীমান্তের খুটি। আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী। আমি কুমিল্লা বিডিআর সেক্টর হেডকোয়ার্টারে দেখেছি রাতে সীমান্ত এলাকা থেকে চোরাচালানের পন্য আটক করে ভোর ৬টায় বাসায় ফিরে আবার সকাল ৯টার দিকে অফিসে এসে সব কিছু গুছিয়ে আমাকে এগারটার দিকে ফোন করেছেন স্বয়ং সিও ও অফস অফিসার। জানালেন চোরাচালানের বিশাল চালান আটক প্রায় অর্ধকোটি টাকার পন্য। বললাম না আসলে হয়না।

বলল তুমি না আসলে নিউজ হবেনা। আর তোমাকে একটু দেখতে ইচ্ছে হচ্ছে। এমন যে কতবার আমাকে ফোন করেছেন তারা। গিয়ে দেখি তাদের চোখ ছানাবড়া। কারণ নির্ঘূম ডিউটি করেছেন।

সেনা থেকে আসা অফিসাররা যদি এমন পরিশ্রম করেন তাহলে বুঝাই যাচ্ছে আমাদের জওয়ানরা কত ঘাম ঝরাচ্ছেন আমাদের জন্য। তারা সারারাত বর্ডারে ডিউটি করে আবার দিনে কোয়ার্টার গার্ডে দাড়িয়ে থাকে। বিস্তারিত আর কথা না বলে একটু ভিন্ন দিকে যাবো। এক ব্লগার ভাই তার ফিচারে লিখলেন পুরো ঘটনার সাথে জামায়াত ও সাকা চৌধুরী জড়িত। অবাক হয়ে পুরো লিখাটা পড়ে ফেললাম।

তিনি শুরুতেই জানিয়ে দিলেন বক্তব্যটি তার নয়। তিনি দুইটি লিংক দিয়ে দিলেন একটি লাইভ টিভি ও ওয়েভ এড্রেস। ইন্ডিয়া থেকে প্রচারিত একটি টিভি চ্যানেল আইভিন-সিএনএন বলেছে এঘটনায় জামায়াত ও সাকা চৌধুরী জড়িত এবং সেনাপ্রধানকেও জড়িত করা হয়েছে জামায়াতের সাথে। তাদের বক্তব্য- Indian intelligence sources say that Jamaat-e-Islami, the hardline political party, is instigating and funding the rebels across country. Indian intelligence sources say Salauddin Kader Chowdhury, former advisor to ex-PM Khaleda Zia, is the main figure behind funding of rebels. These sources also say that some Bangladesh army officers, sidelined by army chief Moeen Ahmed, have joined hands with some Jamaat-e-Islami leaders. প্রিয় পাঠক একটু ভাবুন গত দু'দিনের ঘটনায় আমাদের ভাবমূর্তি কতটা ক্ষুন্ন করা হয়েছে। বহির্বিশ্বে আমাদের ব্যাপারে বুঝানো হচ্ছে আমরা একটি শক্তিশালী ইসলামি সংগঠনের কাছে জিম্মি এবং এই সংগঠনের সাথে স্বয়ং আমাদের সেনা প্রধান জড়িত।

আর রক্তপাত নয় আর যুদ্ধ নয় আসুন বিডিআরের যৌক্তিক দাবী মেনে নিয়ে আমরা আমাদের পররাষ্ট্রনীতেকে আরো শক্তিশালী করে গড়ে তুলি। মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এবার একটু এই বক্তব্যের শক্ত প্রতিবাদ করুন। আর স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী সোহেল তাজ ভাইকে গত ৪০ঘন্টায় দেখিনি। তিনি কি নিরাপদে আছেন কেউ কি জানাবেন? আসুন আর রক্তপাত নয়। কাধে কাধ মিলিয়ে শান্তিময় একটি দেশ সাজাই।

এবং আনসার, পুলিশ ও বিডিআর সকলের ঘামের যথাযথ মুল্যায়ণ করি। আর তাদেরও যেন মিশনে যাওয়ার সুযোগ করা হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।