আমাদের কথা খুঁজে নিন

   

আজ এবং এক্ষুনি মানসিকতায় পরিবর্তন আনতে হবে



আমি অল্প কথায় কিছু কথা সারতে চাই। আজকে এদেশের একজন সন্তান হিসেবে আমি আমার কর্তব্যবোধ থেকে এ পোস্ট দিচ্ছি। আমি সকলকে অনুরোধ জানাব যে আজ এবং এক্ষুনি বাংলা একাডেমির অভিধান সামরিক এবং বেসামরিক শব্দ দুটো সরিয়ে ফেলা হোক। সেটি সম্ভব না হলে আমাদের মনের অভিধান থেকে শব্দ দুটো মুছে ফেলা হোক। শব্দ দুটির পরিবর্তে একটি শব্দ প্রযোজ্য হোক এবং তা হলো "সন্তান"।

সবাই এদেশের সন্তান, সকলেই তাদের নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করলে আর কোনদিন কোন সমস্যা হবে না বলে আমার দৃঢ বিশ্বাস। এদেশের কিছু সন্তান দেশের প্রতিরক্ষার দায়িত্ব কাঁধে নিয়েছে আর কিছু সন্তান অভ্যন্তরীন অন্যান্য দায়িত্ব পালনের দায়িত্ব নিয়েছেন। প্রত্যেক দায়িত্বে নিয়োজিত ব্যাক্তি দেশের স্বার্থে বিভিন্ন বিভাগে কাজ ভাগ করে নিয়েছেন, এখানে কোন প্রকার মানবিক বিভক্তি নেই। তাদের কাজের ধরণে পার্থক্য আছে কিন্তু দেশের সন্তান হিসেবে, মানুষ হিসেবে তাদের মধ্যে কোনও পার্থক্য নেই, থাকতে পারে না। আমি বিশেষ করে একটি অনুরোধ করব সকল মিডিয়া ও ব্যাক্তিবর্গকে, সেটি হলো আজ এবং এই মূহুর্ত থেকে রাষ্ট্রীয় কোন অনুষ্ঠান বা বৈঠকে উপস্থিত ব্যাক্তিদের সম্পর্কে বলতে গিয়ে যেন বলা না হয় যে " সেখানে উর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন"।

এর পরিবর্তে বলা উচিৎ যে "সেখানে রাষ্ট্রীয় দায়িত্বে নিয়োজিত উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন"। আর আমি আরেকটি কথা বলব সেটি হলো সমাজের প্রত্যেক শ্রেনীর মানুষ তাদের প্রয়োজন অনুযায়ী সুযোগ-সুবিধা পাবেন তাহলে সেখানে কোন প্রকার ক্ষোভ জন্ম নিতে পারবে না। প্রতিটি সেক্টরে প্রয়োজন অনুযায়ী গুরুত্ব অনুসারে বাজেট বরাদ্দ দেওয়া হবে। কাঁধে কাঁধে মিলিয়ে দেশের স্বার্থে কাজ করতে হবে। সেই সাথে আরেকটি মানসিকতার প্রয়োজন সবচেয়ে বেশি সেটি হলো, আমি সচিব বা আমি মহাপরিদর্শক বা আমি জেনারেল এভাবে চিন্তা না করে বরং চিন্তা করতে হবে এভাবে যে, আমি সচিব বা মহাপরিদর্শক বা জেনারেলের দায়িত্ব পালন করছি।

আমার সবচেয়ে বড় পরিচয়,আমি বাংলাদেশের সন্তান। ব্যাপারটি অনেকটা মরমী সাধক লালন ফকিরের এই বাক্যটির মতো যে,"পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো ভাই ঘরের মালিক নই"। ধন্যবাদ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।