আমাদের কথা খুঁজে নিন

   

আট জেলায় হরতাল চলছে

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে আজ মঙ্গলবার জয়পুরহাট, টাঙ্গাইল, মাদারীপুর, রাজবাড়ী, কুমিল্লা, লক্ষ্মীপুর ও ফেনীতে হরতাল চলছে।
আজ টাঙ্গাইল, কুমিল্লা, লক্ষ্মীপুর ও ফেনীতে জেলা বিএনপি এবং মাদারীপুরে ছাত্রদল সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে। জয়পুরহাটে জেলা বিএনপি সকাল ছয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত এবং রাজবাড়ীতে স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদল অর্ধদিবস হরতাল ডেকেছে। ফরিদপুরে আজ ও কাল বুধবার পৃথকভাবে দুই দিন আট ঘণ্টা করে হরতাল আহ্বান করেছে বিভক্ত জেলা বিএনপি। বিভক্ত বিএনপির উভয় অংশই এই দুই কর্মসূচির প্রতি সমর্থন দিয়েছে।


এ ছাড়া, তারেক রহমানের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহারের দাবিতে কাল বুধবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট।
আট জেলায় চলা হরতালে বেলা সাড়ে ১১টা পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। এইচএসসি পরীক্ষা এই হরতালের আওতামুক্ত রয়েছে।
কুমিল্লা: সকাল থেকে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা নগরের লাকসাম সড়ক, মিডল্যান্ড হাসপাতাল ও বাদুড়তলা মোড়ে অবস্থান নেন।

বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা চেয়ার পেতে সড়কের পাশে বসে পড়েন। তবে তাঁরা কোনো ধরনের পিকেটিং করছেন না। শহরে রিকশা, ইজিবাইক ও সিএনজিচালিত অটোরিকশা চলছে। শহরের প্রাণকেন্দ্র কান্দিরপাড়ের অধিকাংশ দোকানপাট খোলা। জীবনযাত্রা স্বাভাবিক আছে।



মাদারীপুর: আজ ভোরে মাদারীপুর শহরের যুব উন্নয়নের সামনে ও নতুন বাসস্ট্যান্ড এলাকায় সড়কের ওপর টায়ার জ্বালিয়ে, ইট ও গাছ ফেলে অবরোধ শুরু করে জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা। ঢাকা-বরিশাল মহাসড়কের ভূরঘাটা থেকে টেকেরহাট পর্যন্ত কয়েকটি স্থানে গাছ কেটে অবরোধ করে হরতালকারীরা। এ সময় তারা সাকুরা পরিবহনের দুটি যাত্রীবাহী বাসসহ কয়েকটি যানবাহন ভাঙচুর করে। পরে পুলিশ গিয়ে হরতালকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এলাকাবাসীর সহায়তায় সড়ক ও মহাসড়ক থেকে ইট ও গাছ সরিয়ে নেয় পুলিশ।

সকাল ১০টা থেকে স্থানীয় ও দূরপাল্লার পরিবহন স্বাভাবিকভাবেই চলাচল শুরু করে।
বেলা সাড়ে ১০টার দিকে মাদারীপুর শহরের সুমন হোটেল এলাকায় হরতালের সমর্থনে সমাবেশ করে জেলা বিএনপি। সমাবেশ শেষে মিছিল শুরু করলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। ।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।