আমাদের কথা খুঁজে নিন

   

কেন হচ্ছে এমন?? এরপর কি??



গতকাল থেকে দেশে অনভিপ্রেত সব ঘটনা ঘটছে!! যাই হোক গত রাতে এবং বিকেলের খবর গুলো দেখে মনে হচ্ছিল ঘটনা মিটে যাচ্ছে, কিন্তু রাতের ব্লগ পোস্ট গুলোর আভাস খুব ভাল ছিল না। সকালেই তার বহিঃপ্রকাশ, একের পর এক ব্লগার তার এলাকার অস্থিরতার খবর জানাচ্ছেন। গত কাল, বিডি আর এর সব দাবি মেনে নিয়ে সাধারন ক্ষমা দেয়ার পরও আজ এমন হচ্ছে কেন?? পেছনে কারা রয়েছেন?? এর মাঝে ২ বার মোবাইলের নেটওয়ার্ক চলে গেল, উৎকন্ঠা আরো বাড়লো। এখন তো পুরো পরিস্থিতি ই ঘোলাটে। আর্মি এবং বিডিআর ভাই দের শান্ত থাকার আহবান জানাচ্ছি, কেননা এভাবে চললে গৃহযুদ্ধের পরিস্থিতি হবে। সরকারের নিকট আবেদন, অতি দ্রুত ব্যবস্থা নিন, আর মোবাইল নেট বন্ধ করে উৎকন্ঠা না বাড়ানোই ভাল।। জানি না, এরপর কি হবে?? তবে আশু সমাধান আশা করছি!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।