আমাদের কথা খুঁজে নিন

   

চলে আসুন, শহরের সকল প্রান্ত থেকে চলে আসুন জামাল খান প্রেস ক্লাবের স্বাধীনতা স্কয়ারে।

এখনো গেলনা আঁধার............... সংগ্রামী ভাইয়েরা। নিজ এলাকা থেকে সংগঠিত হয়ে মিছিল নিয়ে আসুন। মনে রাখবেন, আজকে নয় তো আর কোনদিনও নয়-এই তাই সময় জামাত-শিবির কে প্রতিরোধ করবার। সারা দেশ তাকিয়ে আছে আপনার দিকে, আমাদের প্রিয় চট্টগ্রাম শহরের দিকে, এই শহরের জনতা এবং যোদ্ধাদের দিকে। চলে আসুন, শহরের সকল প্রান্ত থেকে চলে আসুন জামাল খান প্রেস ক্লাবের স্বাধীনতা স্কয়ারে।

আপনারা ইতিমধ্যেই খেয়াল করেছেন, এর আগের প্রতিটা হরতালের পূর্বে ব্যপক সহিংসতা চালিয়েছিল জামাত-শিবির। বাসে আগুন, বিস্ফোরণ, মানুষ পুড়িয়ে মারা সহ নানান অপকর্ম করেছিল তারা। কিন্তু গত কিছুদিনে আমাদের স্লোগানে তারা ভীত হয়ে গেছে। গতকাল এবং আজ এখন পর্যন্ত কোন খানে তাদের দেখা যায়নি। আশা করছি জঙ্গে ময়দানে তারা পালাবে আজকে।

আপনি শুধু আপনার নিজের শারীরিক উপস্থিতি নিশ্চিত করুন, এবং হরতাল বানচালে এই শহরের আপামর জন সাধারনের জান-মালের হেফাজত করুন। নিজের শরীর দিয়ে, শক্তি দিয়ে ঠেকিয়ে দিন জামাত-শিবিরের তাণ্ডব। আর সব থেকে বড় কথা, রাস্তায় নামুন-একা অথবা দলবদ্ধ ভাবে। আমি, আমরা সবাই আছি আপনার সাথে। চট্টগ্রামের সকল মানুষ আজ এক-এক ঐক্যবদ্ধ শক্তি জামাত-শিবিরের হরতালের বিরুদ্ধে।

দেখা হবে রাজপথে, জয় বাংলা। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।