ছায়া ছায়ায় পথ হেটে চলি--ছায়া আমার সামনে ও পিছে।
তখন রাত প্রায় চারটা। সামনে শেখ হাসিনার বুলেট প্রুপ গাড়িতে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, ঠিক তার পেছনে কয়েকটি গাড়িতে বিডিআর অফিসারদের গোটা পনের পরিবার বেরিয়ে আসে।
সাহারা খাতুনের গাড়িতে ছিল দু'টি পরিবার। একটি গাড়িতে ছিল স্কুল ব্যাগ কাঁধে একটি শিশু।
তার পেছনে ছিল ঢাকা মেট্রো-গ ১২৬০৫৩ নম্বরের একটি টয়োটা কারিনা, ঢাকা মেট্রো-২৩৬২৪৮ নম্বরের একটি টয়োটা ফিল্ডার এবং গাজীপুর-জ ০৪০৪২৩ নম্বরের একটি বাস।
একটি গাড়ি থেকে লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ কামরুজ্জামানের ছেলে সৈয়দ ইমামুজ্জামান চিৎকার করে বলছিলেন, তার বাবাকে এখনো দরবার হলে আটকে রাখা হয়েছে। তিনি বাবাকে বাঁচানোর আকুতি জানান।
বিডিআর জওয়ানরা তাদের বাড়িতে ভাঙচুর করেছে বলে চিৎকার করে বলছিলেন।
সাহারা খাতুন বাইরে এসে জানান, "বিডিআররা তাকে ভেতরে দরবার হলের কাছে একটি মাঠে নিয়ে যায়।
তারা তাদের বিভিন্ন অভাব অভিযোগ তাকে খুলে বললে তিনি প্রধানমন্ত্রী যে আশ্বাস দিয়েছেন তা রক্ষা করা হবে বলে তাদের আশ্বস্থ করেন।
বিটিভির সৌজন্যে এটিএন বাংলা চ্যানেলে অস্ত্র সমর্পণের পাশাপাশি সাহারা খাতুনের বাড়ি বাড়ি গিয়ে অফিসারদের পরিবারের সদস্যদের বের করে আনতে দেখানো হয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।