আমাদের কথা খুঁজে নিন

   

আজ রাতের গোলাগুলি কি সাধারণ নাগরিকদের বাড়ীঘর পর্যন্ত আসতে পারে?

আহসান মোহাম্মদ

পাশের বাসার ভাবী আমার বউকে বলে গেলেন, 'ভাবী রাত বারোটা থেকে অপারেশন শুরু হবে, জানালার পাশে ঘুমাবেন না।' আমাদের বাসা ধানমন্ডি ৮/এ তে। সকালে গোলাগুলি এ পর্যন্ত এসেছিল, তবে সাত মসজিদ রোডের থেকে পূর্বে আসেনি। রাতে যে ভয়াবহ কিছু হবে তা আন্দাজ করা যাচ্ছে। কিন্তু, তা কি জনসাধারণের বাড়ী ঘর পর্যন্ত আসবে? কোন একটা টিভির খবরে শুনলাম, কিছু বিডিআর সদস্য প্লেন পোশাকে বেরিয়ে গিয়েছিল সকালে। তারা কি গেরিলা স্টাইলে আর্মির সাথে যুদ্ধ করবে? আমার বাসা দোতলায়। পাশের প্লটটা খালি। সবাই মিলে কি লিভিং এ ঘুমাবো? খুব ভয় লাগছে। কেউ কোন পরামর্শ দিতে পারেন?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।