আমাদের কথা খুঁজে নিন

   

লন পিকনিকে যাই.....

দ্যা ব্লগার অলসো.....

লন, আমরাও একডা পিকনিকের আয়োজন করি। সবাই দল বাইন্ধা নাচমু, গামু। কোনো মডারেশন থাকবোনা; যার যা ইচ্ছা তাই করমু। কেউ চোখ রাঙাইলে চোখ গেলে দেওয়া হইবো!! খানা-খাদ্য, গান বাজনা ছাড়াও পিকনিকে আমরা যা করতে পারি, তা হইলো; ১. সামু ছাড়া আমরা কি কইরা বাঁচমু তার একটা মহাপরিকল্পনা প্রনয়ন ২. সামুতে যদি থাকিও, কি কইরা সেপ থাকমু সেটার একটা পরিকল্পনা গ্রহন ৩. একজন কামেল পীর খুঁইজা বার করা; যে কিনা তাবিজ-কবজ দিয়া বান খাওয়াদের বানমুক্ত করতে পারবো। তাগোরে ছাড়া ব্লগ তো ব্লক হইয়া যাইবোগা; কি কন?? ৪. মাঝে-মইধ্যে এরকম পিকনিকের লাইগ্যা ফান্ড গঠন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।