আমাদের কথা খুঁজে নিন

   

মূল সমস্যাটি কিন্তু অনেক পুরোনো

জীবন বুনে স্বপ্ন বানাই মানবজমিনে অনেক চাষ চাই

আমাদের দেশে সব সরকারী বিভাগে দুর্নীতির খরব আমরা পত্রিকায় পড়ি। দুর্নীতিবাজদের শাস্তির খরব পাই। কিন্তু দেশপ্রেমিক সেনাবাহিনীর যারা দুর্নীতি করেন তাদের কোন খবর পাই না। তারা সব সময়ই থেকে যান আড়ালে। সেই সুযোগ নিয়ে বিডিআরে দিন দিন দুর্নীতি ডালপালা মেলে মহীরুহে পরিণত হয়েছে।

এই দুর্নীতি ও অনিয়মের চরম ফলাফল বিস্ফোরিত হয়েছে আজ বিডিআর বিদ্রোহের মাধ্যমে। টেলিভিশনের ক্যামেরায় বিডিআর জোয়ানরা যে দাবিগুলো তুলেছে এবং অনিয়মনের কথা বলেছে, সবগুলোর মূল জায়গাটি দুর্নীতির সাথে সম্পৃক্ত। বিডিআরের কর্মকর্তাদের দুর্নীতি ও অত্যাচার এমন পর্যায়ে গিয়েছিল যে, তারা বিদ্রোহ করতে বাধ্য হয়েছে। আপাতত এই বিদ্রোহ যেভাবেই দমন বা প্রশমন করা হোক, এই অনিয়ম দুর্নীতি বন্ধ না করলে আবারও একই ঘটনা ঘটবে। পরবর্তী সময়ে আরও ভয়াবহ রূপ নেবে।

তাই সরকারের উচিত এক্ষুণি বিডিআরের দুর্নীতিবাজ অফিসারগুলোর বিরুদ্ধে তদন্ত করা ও তাদের দুর্নীতির বিচার করা এবং বিডিআর জোয়ানদের ন্যায্য দাবি মেনে নেয়া। এই দেশে সকল সমস্যার মূলে হল দুর্নীতিবাজরা। দুর্নীতিবাজদের শাস্তি হয় না বলে এদেশের উন্নতি হয় না। আমরা সকল দুর্নীতিবাজ - সে যত ক্ষমতাধর হোক - তার কঠিন শাস্তি চাই।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।