আমাদের কথা খুঁজে নিন

   

Rapidshare থেকে সহজেই যেকোন ফাইল খুঁজে বের করুন

চাইনিজ ভাষায় যদি শেখা সম্ভব হয় তবে বাংলাতে নয় কেন
বর্তমানে খুবই জনপ্রিয় ফাইল হোস্টিং সাইটগুলোর মধ্যে rapidshare.com অন্যতম। ফলে প্রয়োজনীয় সব ধরনের প্রোগ্রাম Rapidshare থেকে সহজেই পাওয়া যায়। কিন্তু সমস্যা হল ডাউনলোড লিংক খুঁজে বের করা। তবে এটার ও সমাধান হয়ে গেছে। Rapidshare থেকে ফাইল খুঁজে বের করার জন্য ইতিমধ্যে অনেক সার্চ ইঞ্জিন ওয়েবসাইট বের হয়ে গেছে।

এই সব ওয়েবসাইটে গিয়ে আপনি যে কোন প্রোগ্রামের নাম দিয়ে সার্চ দিলে মুহুর্তেই আপনি পেয়ে যাবেন অসংখ্য রেপিডশেয়ার ডাউনলোড লিংক। এই রকম একটা ওয়েসাইট ব্যবহার করে কিভাবে প্রয়োজনীয় ফাইল ডাউনলোড করবেন, ডাউনলোড করতে গিয়ে কি সমস্যার মুখোমুখি হতে পারেন এবং সমাধান কি তার বিস্তারিত আপনাদের জানাব। Rapidshare থেকে ফাইল খুঁজে বের করার জন্য আমরা ব্যবহার করব http://rapidlibrary.com/ কে। ধরা যাক, আমাদের উইন্ডোজ এক্সপির এক্টিভেশন ক্র্যাক ডাউনলোড করতে হবে। সার্চ বক্সে লিখুন windowscracks এবার OK বাটন ক্লিক করে সার্চ করুন।

সার্চ রেজাল্টে একটা লিংক আসবে। এখানে উল্লেখ্য যে, সার্চে ভাল ফলাফল পেতে হলে যতটা সম্ভব কাছাকাছি কিছু লিখে সার্চ দেওয়ার চেষ্টা করুন। যেমন Cyberlink PowerDVD 8 ডাউনলোড করার জন্য powerdvd8 লিখে সার্চ দিতে পারেন। যাইহোক, মূল প্রসঙ্গে ফিরে আসি। সার্চ রেজাল্টে যে লিংকটা দেখাচ্ছে তা সম্ভবত WINDOWSCRACKS_by_filemk.rar এবং এর পাশে download লেখা লিংক আছে।

download এ ক্লিক করুন। ছবি দেখে একটা কোড লিখতে হবে। লেখার পর Download বাটনে ক্লি করুন। এবার File Download লিংকে ক্লিক করুন। রেপিডশেয়ার সাইট চালু হবে।

Free user বাটনে ক্লিক করুন। একটা কাউন্টডাউন শুরু হবে শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। DOWNLOAD লেখা একটা গোলাকার বাটন দেখতে পাবেন ক্লিক করুন। ডাউনলোড অপশন আসবে, কোথায় সেভ হবে তা দেখিয়ে দিয়ে ডাউনলোড শুরু করুন। এখানে উল্লেখ্য যে, ফাইল ডাউনলোডের জন্য আলাদা কোন ডাউনলোড ম্যানেজার সফটওয়্যার ব্যবহার করবেন না শুধুমাত্র ব্রাউজারের বিল্টইন ডাউনলোডার দিয়েই ডাউনলোড করবেন।

ফাইল ডাউলোড হয়ে গেল। কাজ শেষ!!!! অনেক ক্ষেত্রে কাজ শেষ নাও হতে পারে। কারণ অনেক ফাইলের মধ্যে আনজিপ পাসওয়ার্ড দেওয়া থাকে। যা না জানলে আপনার পুরো ডাউনলোডটাই মাটি হয়ে যাবে। আপনারা যদি উদাহারণে বর্নিত WINDOWSCRACKS_by_filemk.rar ফাইলটি ডাউনলোড করে থাকেন তাহলে নিশ্চই দেখতে পাচ্ছেন এতে পাসওয়ার্ড দেওয়া।

এখন পাসওয়ার্ড পাবেন কোথায়??? চিন্তার কিছু নেই। একটু ভেবে দেখুন তো এই ফাইলটার ডাউনলোড লিংক কোন না কোন ওয়েবসাইটে নিশ্চয় দেওয়া আছে যেখানে ফাইলটার পাসওয়ার্ড দেওয়া আছে। তো এখন কি করা যায়??? গুগল আছে না । গুগলে WINDOWSCRACKS_by_filemk.rar লিখে সার্চ দিন। একটু খেয়াল করে দেখুন ৩ নং রেজাল্টে পাসওয়ার্ডটা দেখাচ্ছে।

যদি না ও দেখায়, সরাসরি রেজাল্টে দেখানো সাইটে চলে যান পাসওয়ার্ড পেয়ে যাবেন। বিষয়টা আরো ভালভাবে বুঝার জন্য ছবি সহ সম্পূর্ন লেখাটি এখানে দেখুন । আমি যে পদ্ধতিতে প্রয়োজনীয় ফাইল ডাউনলোড করি তা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি কাজে আসবে।
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।