এতটুকু বুঝি জীবনের কাছে আবেগ নস্যি।
দুপর ১২.৩০ মি. ২৪শে ফেব্রুয়ারি২০০৯ইং
অল্প কিছুক্ষন আগে কাওরান বাজার বিটিএমসি ভবনের পার্শ্বে অবস্থিত হোটেল ওয়েস্টান গার্ডেন(আবাসিক) থেকে ১৬ জন পতিতা ও ১১ জন খদ্দরকে গ্রেপ্তার করেছে RAB।
RAB এর উপস্থিতি টের পেয়ে একজন খদ্দর বিল্ডিংয়ের পেছনের সাইটে পাইপ বেয়ে পালানোর সময় হাত সিটকে পড়ে গুরতর আহত হয়েছেন(তাকে আশংকাজনক অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে)।
গ্রেপ্তারকৃত ভাসমান কপোত কপোতিদের কে তেঁজগাঁও থানায় নিয়ে যাওয়া হয়েছে। আশ্চার্য জনক হলেও সত্য যে, এখান থেকে তাদের গ্রেপ্তার না করলে বিশ্বাসই হবেনা এরা পতিতা ও খদ্দর কারন ওদেরকে দেখতে খুবই স্মাট এবং মার্জিত মনে হচ্ছে।
এই গ্রেপ্তার পক্রিয়াটি আমি একজন উৎসুক জনতা হিসাবে দেখেছিলাম!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।